ছবি: ইউটিউবের সৌজন্যে
‘পশুরাজ’ নামেই পরিচিত। জঙ্গলের একাধিক লড়াইয়ে জিতে তবেই নিজের খোরাক জোগাড় করে সে। তুখোড় শিকারি। তবে জানেন, জঙ্গলের রাজা সিংহ কীসে ভয় পায়?
হয়তো বেশির ভাগই বলবেন, জঙ্গলের প্রায় সব প্রাণী তো ভয় পায় আগুনকে। জোরাল শব্দকেও তারা ভীষণ ভয় পায়। কিন্তু জানেন কি জল বা সাবান জলের বুদবুদকেও ভয় পায় সিংহ? অবাক হচ্ছেন! দু’ লক্ষেরও বেশি মানুষ এই অদ্ভুত ঘটনারই সাক্ষী।
আরও পড়ুন: রানিকে জন্মদিনে নিমন্ত্রণ ভারতীয় বংশোদ্ভূত খুদের, পেল জবাবও
দেখুন সেই ভিডিও
ইংল্যান্ডের প্যারাডাইস ওয়াইল্ডলাইফ পার্কে একটি সাদা সিংহ রয়েছে। প্রায় প্রতি দিনই তাকে দেখতে ভিড় করেন কয়েকশো দর্শক। সিংহটির নাম মোটো। গত ৯ এপ্রিল সে ১০ বছরে পা দিয়েছে। ওই দিনই একটি ভিডিও ফেসবুকে পোস্ট করা হয় যা ইতিমধ্যেই দু’ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন। পোস্টটিতে মন্তব্য করেছেন প্রায় তিন হাজারেরও বেশি মানুষ।
দেখতে দেখতে ভিডিওটি ফেসবুকের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মেও। ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। জলের বুদবুদ দেখে ‘সিংহ মশাই’-এর আঁতকে ওঠার মজার দৃশ্যটি এ বার দেখে নেওয়া যাক।