International news

যেন ওয়াশিং মেশিন! দেড় ঘণ্টা ধরে বিমানে টানা ঝাঁকুনি, দেখুন ভিডিও

রবিবার দুপুরে অস্ট্রেলিয়ার পার্থ থেকে মালয়েশিয়ার কুয়ালা লামপুরগামী এয়ার এশিয়ার একটি বিমানে এই ঘটনা ঘটে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জুন ২০১৭ ১৬:২১
Share:

প্রতীকী ছবি।

বিমান তখন মাঝ আকাশে। যাত্রীরা যে যাঁর মতো রয়েছেন। কেউ জানলা দিয়ে মেঘের আনাগোনা দেখছেন, তো কেউ ইয়ার ফোনে গান শুনছেন। হঠাৎই একটা ঝাঁকুনি। তার পর টানা ৯০ মিনিট ধরে চলতে থাকল সেই কম্পন। ঠিক যেন একটা ওয়াশিং মেশিন। রবিবার দুপুরে অস্ট্রেলিয়ার পার্থ থেকে মালয়েশিয়ার কুয়ালা লামপুরগামী এয়ার এশিয়ার একটি বিমানে এই ঘটনা ঘটে। আতঙ্ক ছড়ালেও যাত্রীরা সকলে সুরক্ষিত ছিলেন।

Advertisement

এয়ার এশিয়া জানিয়েছে, মাঝ আকাশে আচমকাই ওই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। বাঁ দিকের ডানার পাখার একটি ব্লেড খুলে যায়। শুধু তাই নয়, ওই ব্লেডটি ইঞ্জিনে আটকে যায়। তার ফলেই কাঁপতে শুরু করে বিমানটি। সংস্থার দাবি, ওই দেড় ঘণ্টা যাত্রীরা সকলেই ভীষণ সহযোগিতা করেছেন। পরে পাইলটের দক্ষতায় বিমানটিকে পার্থে ফিরিয়ে আনা হয়। ওই বিমানটিতে ১৬২ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই সুরক্ষিত রয়েছেন।

আরও পড়ুন: সুইসাইড নোট লিখতে দিয়ে বিতর্কের মুখে স্কুল

Advertisement

যাঁরা উড়ানে সফর করেন, এয়ার পকেটে পড়ে যাওয়ার অভিজ্ঞতা তাঁদের সকলেরই রয়েছে। কিন্তু টানা এত ক্ষণ কাঁপুনি! কাজেই দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবতরণের পর সোফি নিকোলাস নামে এক যাত্রী কাঁদতে কাঁদতে বলেন, ‘‘প্রথমে বিমানের বাঁ দিকের ডানায় একটি বিকট আওয়াজ হয়। যেন কোনও বিস্ফোরণ হল। তার পরেই গোটা বিমানটি অসম্ভব রকমের কাঁপতে শুরু করে। এতটাই জোরে কাঁপছিল যে সিট থেকে উঠে দাঁড়ানো যাচ্ছিল না। আমি চোখ বন্ধ করে শুধু প্রার্থনা করছিলাম।’’ শুধু নিকোলাসই নয়, অবতরণের পর বিমানের প্রায় সমস্ত যাত্রীর চোখেমুখেই আতঙ্কের ছাপ ছিল।

দুই অস্ট্রেলীয় যুবক ওই সময়ে বিমানের ভিতরে একটি ভিডিও তোলেন। তাতে দেখা যায়, এক যাত্রী আতঙ্কে মুখে কাপড় চেপে রয়েছেন। অন্যরাও ভয়ে চিৎকার করছেন। দেখুন সেই ভিডিও।

! 😭😭😭 (_)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement