মেক্সিকোর ‘লা পাসকুয়ালিতা’ নামের একটি বিখ্যাত পোশাকের দোকানের দরজার কাছে কাচের ভিতর সুন্দর পোশাকে সেজে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একটি সুন্দর ম্যানিকুইনকে।
২৫ মার্চ, ১৯৩০ সাল থেকে ‘লা পাসকুয়ালিতা’-এ রয়েছে এই ম্যানিকুইনটি।
১৯৩০-এ ওই দোকানের তত্কালীন মালিক পাসকুয়ালা এসপারজা-এর সঙ্গে এই ম্যানিকুইনটির মুখের অবিকল মিল।
জীবন্ত মানুষের মতোই অবিকল এই ম্যানিকুইনটির ত্বক, নখ, শিরা-উপশিরাগুলি।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, এটি কোনও ম্যানিকুইন নয়। এটি আসলে এই দোকানের তত্কালীন মালিক পাসকুয়ালা এসপারজার মেয়ের সংরক্ষিত মৃতদেহ।
জানা গিয়েছে, ‘লা পাসকুয়ালিতা’-এ এই ম্যানিকুইনটি বসানোর কিছু দিন আগেই বিষাক্ত মাকড়সার কামড়ে মৃত্যু হয়েছিল এসপারজার যুবতী মেয়ের।
যদিও বরাবর মেয়ের দেহ ম্যানিকুইন বানিয়ে সংরক্ষণের বিষয়টি অস্বীকার করেছেন পাসকুয়ালা এসপারজা ও তাঁর স্ত্রী।
বিশেষজ্ঞদের মতে, মেক্সিকোর আবহাওয়া এত দিন ধরে মৃতদেহ সংরক্ষণ করা সম্ভব নয়। তবে এই ম্যানিকুইনটি এতটাই নিখুঁত যে তা আজও অবাক করে হালফিলের তাবড় বিশেষজ্ঞদের।