Burbank B

Burbank B: বিশাল পাহাড়ের গায়ে ইংরেজি ‘বি’, কেন, কার তৈরি, রহস্য আজও

কোথা থেকে এল? কে লিখল তা নিয়ে দ্বন্দ্ব বিস্তর।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ জুন ২০২১ ১৭:১৬
Share:
০১ ১৪

পাহাড়ের গায়ে খোদাই করা বিশালাকার ইংরাজি হরফ ‘বি’। কোথা থেকে এল? কে লিখল তা নিয়ে দ্বন্দ্ব বিস্তর। নানা মুনির নানা মত চলে আসছে বছরের পর বছর ধরে।

০২ ১৪

এই ‘বি’ লেখা রয়েছে বারব্যাঙ্কের পাহাড়ের গায়ে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের সান ফারনান্ডো উপত্যকার একটি শহর বারব্যাঙ্ক। ওয়াল্ট ডিসনে স্টুডিয়ো, ওয়ার্নার ব্রস স্টুডিয়োর জন্য জনপ্রিয় এই শহর।

Advertisement
০৩ ১৪

হলিউড থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত এই শহর প্রচুর বিনোদনমূলক সংবাদমাধ্যমের ঘাঁটি। যে কারণে একে ‘বিশ্ব সংবাদমাধ্যমের রাজধানী’ও বলা হয়।

০৪ ১৪

ডেভিড বারব্যাঙ্ক নামে এক দাঁতের চিকিৎসকের নামানুসারেই এই শহরের নামকরণ করা হয়।

০৫ ১৪

ওই চিকিৎসক ছিলেন নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা। ১৮৬৭ সালে ৯ হাজার একরের কিছু বেশি জায়গা কিনে ভেড়ার খামার তৈরি করেছিলেন বারব্যাঙ্কে। সেখানে গম চাষও শুরু করেছিলেন।

০৬ ১৪

৯ বছরের মধ্যে লস অ্যাঞ্জেলসের সবচেয়ে বেশি গম উৎপাদক অঞ্চলে পরিণত হয় এই বারব্যাঙ্ক।

০৭ ১৪

বারব্যাঙ্ক প্রতিষ্ঠার জন্য ডেভিড বারব্যাঙ্কের অবদান অনেক। তবে ডেভিড কিন্তু ‘বারব্যাঙ্ক বি’ তৈরি করে যাননি।

০৮ ১৪

ঠিক কবে পাহাড়ের গায়ে এই ‘বি’ তৈরি করা হয়েছিল এবং এটি তৈরি করার উদ্দেশ্যই বা কী ছিল?

০৯ ১৪

পাহাড়ের গায়ে ইংরাজি অক্ষর তৈরি নয়ের দশকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় খুবই প্রচলিত ছিল। সে সময় এখানকার প্রচুর স্কুল-কলেজে পড়ুয়াদের দিয়ে পাহাড়ের গায়ে নানা কিছু লেখার চল ছিল।

১০ ১৪

তবে এই বারব্যাঙ্ক ‘বি’ নিয়ে বিভিন্ন মত রয়েছে। ২০০৮ সালের ফিল্ম ‘বারব্যাঙ্ক হাই স্কুল: দ্য ব্লু অ্যান্ড হোয়াইট ওয়েভ’ অনুসারে, ১৯২০ সালে প্রথম এই ‘বি’ অক্ষরটি তৈরি হয়। বারব্যাঙ্ক হাই স্কুল ক্লাব সদস্যরা পাহাড়ের গায়ে পাথর দিয়ে ‘বি’ তৈরি করেন। বই অনুসারে বারব্যাঙ্ক শব্দটির ইংরাজির প্রথম অক্ষরই এই ‘বি’।

১১ ১৪

এদের প্রতিদ্বন্দ্বী স্কুল জন বারোঘোস হাই আবার এই তত্ত্ব মানতে নারাজ। বরাবরই এই দুই স্কুলের মধ্যে ‘বি’ নিয়ে ঠান্ডা যুদ্ধ চলে আসছে। প্রতি বছরই অক্ষরের উপর নিজেদের স্বত্ব জাহির করার জন্য ‘বি’ রং করে তারা। যে যার নিজেদের স্কুলের রঙে রাঙিয়ে তোলে ‘বি’।

১২ ১৪

‘বি’ নিয়ে তর্ক-বিতর্ক, দখলদারি চলতেই থাকবে। তবে তা নিয়ে মাথা ঘামান না বারব্যাঙ্ক পার্কের অধিকর্তা জুইদি উইলকি। তাঁর মতে, “দূর-দুরান্ত থেকে পর্যটকেরা এটি দেখতে আসেন। ‘বি’ বারব্যাঙ্কবাসীর গর্ব।” তবে তাঁর কাছেও এই ইংরাজি অক্ষরের উৎপত্তি সম্বন্ধে আর কোনও তথ্য নেই।

১৩ ১৪

রহস্যজনক এই ‘বি’ -এর একাধিক বার মেরামতি হয়েছে। বি-এর উপরে এখন রং করা পাথর নেই। বদলে প্লাস্টিকের পরত পরেছে।

১৪ ১৪

‘বি’ উৎপত্তি নিয়ে এখন আর সে ভাবে মাথা ঘামান না পর্যটকরাও। বরং পাহাড়ের গায়ে মানব-সৃষ্ট এই শিল্প চাক্ষুষ করতে প্রতি বছর পর্যটকেরা ভিড় জমান এখানে। ট্রেকিং করে পৌঁছন ‘বি’-র কাছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement