মঞ্চে ডেকে এনে পাঁচ-পাঁচ জন মহিলাকে চুম্বন! নিজের রেকর্ড নিজেই ভাঙলেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতের্তে। গত বার সোল-এ এক বিবাহিত মহিলাকে চুমু খেয়ে হইচই বাধিয়েছিলেন। এ বার জাপানে গিয়ে ওখানকার ফিলিপিনো বাসিন্দাদের সঙ্গে দেখা করে মঞ্চে ডেকে নিলেন মহিলাদের। সঙ্গে এ-ও দাবি করলেন, সুন্দরী নারীদের সান্নিধ্যই তাঁর সমকামিতাকে ‘সারিয়ে তুলেছে’। এ কথা বলার মধ্য দিয়ে সমকামকে প্রায় রোগ বলেই কি বর্ণনা করলেন না তিনি, উঠছে প্রশ্ন।
বৃহস্পতিবার দুতের্তে যখন এই সব করছেন, মঞ্চে আসীন তাঁর প্রেমিকা স্বয়ং। দুতের্তের তাতে ভ্রূক্ষেপ নেই। সটান বলে বসলেন, ‘‘মেয়েরা, চুমু খেতে চাও নাকি? অবিবাহিতারা চলে এস। নাবালিকারা আসবে না কিন্তু।’’ চার মহিলা এগিয়ে যান। প্রেসিডেন্টের গালে চুমু এঁকেও দেন। দুতের্তে এতেই থামেননি। এ বার তাঁর ঘোষণা, ‘‘এর পর বিধবারা আসুন!’’ এ বারে অবশ্য এক জনের বেশি কেউ এগোননি। এই সবের আগেই বক্তৃতা করার সময় দুতের্তে বলেন, তিনি এক সময় সমকামী ছিলেন। প্রাক্তন স্ত্রীর সঙ্গে দেখা হওয়ার পর থেকে তিনি আবার ‘পুরুষ’ হয়ে যান। সমকামিতার সঙ্গে পুরুষ হওয়ার কী সম্পর্ক, সে প্রশ্ন অবশ্য কেউ করেননি। তাঁর প্রতিপক্ষ সেনেটর আন্তোনিও ট্রিলানেসকেও সমকামী বলে কটাক্ষ করেন দুতের্তে। বলেন, ‘‘ট্রিলানেস আর আমি তো একই রকম। কিন্তু আমি নিজেকে সারিয়ে তুলেছি।’’ এক সময় সমকামী বিয়ের পক্ষেও মত দিতেন দুতের্তে। পরে শুধু একসঙ্গে থাকার অধিকারই স্বীকৃত হয় ফিলিপিন্সে।