এই ছবি দেখেই যেন ছেলেবেলায় ফিরে গিয়েছেন অনেকে। ছবি: ফেসবুক।
বাইরে অঝোরে বৃষ্টি। প্লে-স্কুলের পার্কের সবুজ ঘাস ছাপিয়ে বৃষ্টির জল জমতে শুরু করেছে। তবে তাতেও যেন হুঁশ নেই জনা পনেরো খুদের। জল-কাদায় মাখামাখি হয়ে মনের আনন্দে খেলে যাচ্ছে তারা। ভিজে চুপচুপে হয়েও পার্কের স্লাইড দিয়ে গড়িয়ে পড়ছে ওই কাদামাটিতেই। নাকেমুখে নোংরা জল ঢুকে যাচ্ছে। জামাকাপড়ে কাদা লেগে গিয়েছে। কিন্তু, তাতেও বিশেষ খেয়াল নেই ডানপিটেদের। এক বার স্লাইড বেয়ে নীচে পড়েই উঠে পড়ছে। ফের স্লাইডে ওঠার জন্য। কেউ কেউ আবার মাথা নীচু করেই আনন্দের ডুব দিচ্ছে কাদাজলে। নিউজিল্যান্ডের একটি বেসরকারি প্রি-স্কুল এবং ডে-কেয়ার সেন্টারের খুদেদের এই ছবিই এখন ফেসবুকে ভাইরাল। আর তাতেই মজেছেন বাচ্চা-বুড়ো অনেকেই। সোশ্যাল দুনিয়ায় মাত্র চার দিনেই এটি শেয়ার করেছেন ৪৩৭,০৭৬ জন। তাতে ‘লাইক’ পড়েছে ১ লক্ষ ২৫ হাজার।
আরও পড়ুন
বোতলে জল খাওয়ার দিন শেষ, এ বার খান এইটা
খুদেদের অনাবিল আনন্দের সেই ছবি দেখে অনেকেরই অকপট স্বীকারোক্তি, ‘যেন ছেলেবেলায় ফিরে গেলাম।’ জনৈকা আমান্ডা গ্রিন বলেন, “পরের বার আমিও ওখানে চলে আসব! ওহ্, হ্যাঁ! নিজের ছেলেমেয়েদেরও সঙ্গে নিয়ে আসব।” মার্গারেট উইলসন নামের এক মহিলা বলেন, “এমন আনন্দ করার জন্য টাকাপয়সার প্রয়োজন নেই। বাচ্চারা কী রকম মজা করছে দেখুন। আর দেখুন, ওদের এক পয়সাও খরচ করতে হচ্ছে না!” খুদেদের মতো আপনিও সেই মজায় লুটোপুটি খেতে পারেন। তবে অবশ্যই ভিডিও দেখে।
দেখুন সেই ভিডিও