নেপালি পর্বতারোহী শেরপা কামি রিতা। ছবি রয়টার্স।
আবারও নিজের গড়া নজির ভাঙলেন কিংবদন্তি শেরপা কামি রিতা। ৫৩ বছর বয়সি নেপালের এই পর্বতারোহী ২৭ বার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ করলেন।
ভিয়েতনামের একটি পর্বতারোহী দলের পথপ্রদর্শক বুধবার সকালে কামি রিতা শেরপা ৮৮৪৯ মিটার (২৯০৩২ ফুট) উঁচু এভারেস্ট শীর্ষ স্পর্শ করেছেন বলে নেপালের শেরপা সংগঠনের তরফে জানানো হয়েছে। ২০২২ সালের মে মাসে ২৬তম বার এভারেস্ট জয় করে নিজের রেকর্ড ভেঙেছিলেন কামি রিতা শেরপা।
প্রথাগত দক্ষিণ-পূর্ব গিরিশিরা (সাউথ কল রুট) ধরে কামি রিতা শেরপার নেতৃত্বে ওই দলটি শিখর জয় করে। প্রসঙ্গত, ১৯৫৩ সালে এই পথ ধরেই প্রথম এভারেস্টে আরোহণ করেছিলেন তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি।