Kailash

কৈলাস যাওয়ার পথে দুর্যোগে নেপালে আটকে দেড় হাজারের বেশি ভারতীয় যাত্রী

মঙ্গলবার সকালেই আটকে থাকা ভারতীয়দের খবর জানিয়ে টুইট করেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ।

Advertisement

সংবাদ সংস্থা

কাঠমান্ডু শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৮ ১৩:২৪
Share:

ফাইল চিত্র।

প্রাকৃতিক দুর্যোগের কারণে নেপালে আটকে পড়েছেন ভারত থেকে যাওয়া দেড় হাজারের বেশি তীর্থযাত্রী। তাঁরা সকলেই কৈলাস-মানস সরোবর যাচ্ছিলেন। বেশির ভাগ তীর্থযাত্রীরই কর্নাটক, অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। নেপাল প্রশাসন সূত্রে খবর, আটকে পড়া ভারতীয়দের নিরাপদে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement

ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে খবর, ৫২৫ জন সিমিকোটে, ৫০০-রও বেশি হিলসায় এবং প্রায় ৫০০ তীর্থযাত্রী তিব্বতের দিকে আটকে পড়েছেন। গত কয়েক দিন ধরে প্রবল বর্ষণ এবং খারাপ আবহাওয়ার কারণেই তাঁরা আটকে পড়েছেন।

মঙ্গলবার সকালেই আটকে থাকা ভারতীয়দের খবর জানিয়ে টুইট করেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। তিনি জানান, প্রতি মুহূর্তে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। নেপাল সরকারকে সব রকম সাহায্য করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি নেপাল সরকারের তরফে সব রকম সহযোগিতার আশ্বাস পাওয়া গিয়েছে বলেও জানিয়েছেন বিদেশমন্ত্রী।

Advertisement

আরও পড়ুন: জলাভাব মেটাতে আরবের সাগরে ভাসবে হিমশৈল!

আরও পড়ুন: মেক্সিকোয় জয় বামপন্থী আন্দ্রেসের​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement