Farmer Protest

তিনি কৃষক আন্দোলনের পাশেই আছেন, ফের স্পষ্ট জানালেন জাস্টিন ট্রুডো

ভারতের বিদেশ মন্ত্রকের অবস্থান জানার পরেও শুক্রবার ফের ট্রুডো স্পষ্ট করে দিয়েছেন, কৃষক আন্দোলনের পাশেই আছেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ১৩:৫৯
Share:

ভারতের বিদেশ মন্ত্রকের অবস্থান জানার পরেও শুক্রবার ফের ট্রুডো স্পষ্ট করে দিয়েছেন, কৃষক আন্দোলনের পাশেই আছেন। গ্রাফিক: শৌভিক দেবনাথ

কৃষক আন্দোলন নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর করা মন্তব্যের পরই ভারতীয় বিদেশ মন্ত্রক নড়েচড়ে বসে। ভারতে কানাডার হামকমিশনারকে তলব করে মন্ত্রক। তবে এত কিছুর পরেও নিজের অবস্থানে অনড় রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। ভারতের বিদেশ মন্ত্রকের অবস্থান জানার পরেও শুক্রবার ফের তিনি স্পষ্ট করে দিয়েছেন, কৃষক আন্দোলনের পাশেই আছেন।

Advertisement

শুক্রবার তিনি জানিয়েছেন, ‘‘কানাডা সারা পৃথিবী জুড়েই সমস্ত শান্তিপূর্ণ আন্দোলনের পাশে আছে ও থাকবে। আমরা খুশি যে, আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে সরকার উদ্যোগ নিচ্ছে।’’

আরও পড়ুন: নিউ টাউনে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার চার

Advertisement

ট্রুডো আর তাঁর ক্যাবিনেটের কয়েকজন সদস্য ভারতে চলা কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য করায় ভারতে নিযুক্ত কানাডার হাইকমিশনারকে তলব করে বিদেশ মন্ত্রক। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়, , ‘এই মন্তব্য ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। এমন চলতে থাকলে দু’দেশের সম্পর্কে প্রভাব পড়তে বাধ্য’। কানাডায় খলিস্তানি কট্টরপন্থীরা ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখানোয় নিরাপত্তার অভাব তৈরি হয়েছে বলেও অভিযোগ করা হয় ভারতের পক্ষ থেকে। দু’দেশের সম্পর্ক নষ্ট হওয়ার কথা ভারত বললেও শেষ পর্যন্ত নিজের অবস্থান থেকে সরলেন না ট্রুডো।

আরও পড়ুন: আসানসোলে বিজেপির কর্মসূচিতে গুলি, বোমা, আহত বেশ কয়েকজন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement