কেরির সঙ্গে বৈঠক হাসিনার

সন্ত্রাসের বিরোধিতায় বাংলাদেশের পাশে দাঁড়াতে চায় আমেরিকা। সোমবার ঢাকায় ঝটিকা সফরে এসে এমনটাই বার্তা দিয়ে গেলেন মার্কিন বিদেশসচিব জন কেরি। সাম্প্রতিক জঙ্গি হামলার মোকাবিলায় বাংলাদেশ সরকার যে পদক্ষেপ করেছে, তার ভূয়সী প্রশংসা করেন কেরি।

Advertisement
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৬ ০৩:০৭
Share:

সন্ত্রাসের বিরোধিতায় বাংলাদেশের পাশে দাঁড়াতে চায় আমেরিকা। সোমবার ঢাকায় ঝটিকা সফরে এসে এমনটাই বার্তা দিয়ে গেলেন মার্কিন বিদেশসচিব জন কেরি। সাম্প্রতিক জঙ্গি হামলার মোকাবিলায় বাংলাদেশ সরকার যে পদক্ষেপ করেছে, তার ভূয়সী প্রশংসা করেন কেরি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এ নিয়ে ভবিষ্যতে পাশে থাকারও আশ্বাস দেন তিনি। পারস্পরিক সম্পর্কের আরও কয়েকটি বিষয় নিয়েও খোলামেলা আলোচনা হয়েছে দু’দেশের। বৈঠকের ফাঁকে প্রয়াত শেখ মুজিবর রহমানের স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে দেখেন কেরি। শ্রদ্ধা জানাতে যান তাঁর বাড়িতেও। সব মিলিয়ে মাত্র ৯ ঘণ্টা ছিলেন মার্কিন বিদেশসচিব। তবু তাঁর এই সফর ঘিরে আশাবাদী ঢাকার কূটনীতিক মহল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement