Joe Biden

চিনা যোগাযোগ, কর ফাঁকি, জো বাইডেনের ছেলের বিরুদ্ধে তদন্ত শুরু

প্রেসিডেন্ট ভোটের প্রচারের সময় বাইডেনের ছেলের বিরুদ্ধে ব্যবসা সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ১১:৪৪
Share:

হান্টার বাইডেন— ফাইল চিত্র।

আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টারের বিরুদ্ধে কর সংক্রান্ত অনিয়মের অভিযোগে তদন্ত শুরু হল। বাইডেনের প্রদেশ ডেলাওয়্যারের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির তত্ত্বাবধানে ফেডেরাল প্রসিকিউটরা তদন্ত শুরু করেছেন। তবে বাইডেনের বিরুদ্ধে কর অনিয়ম সংক্রান্ত কোনও অভিযোগ নেই বলে তদন্তকারী সংস্থা জানিয়েছে।

Advertisement

হান্টার নিজেও বুধবার তাঁর বিরুদ্ধে তদন্তের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘‘বিষয়টি আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। তবে আশা করছি, তদন্তে প্রমাণিত হবে আমি আইন মেনে যথাযথ ভাবেই ব্যবসা করেছি।’’ আগামী ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিক ভাবে আমেরিকার প্রেসিডেন্ট পদের দায়িত্ব নেবেন বাইডেন। তার আগে এই ঘটনা তাঁকে কিছুটা অস্বস্তিতে ফেলল বলেই রাজনৈতিক মহলের ধারণা। কারণ, আমেরিকার রাজনীতিতে বাইডেন তাঁর স্বচ্ছ ভাবমূর্তির জন্য জনপ্রিয়।

ফেডারেল প্রসিকিউশন সূত্রের খবর, ব্যবসায় রাজনৈতিক প্রভাব খাটানো, বিদেশি সংস্থার সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে সরকারি নিয়ম ভাঙা, বেআইনি আর্থিক লেনদেন এবং কর ফাঁকির অভিযোগ রয়েছে ৫০ বছরের হান্টারের বিরুদ্ধে। রাজস্ব দফতরের পাশাপাশি গোয়েন্দা সংস্থা এফবিআই-এর আধিকারিকদের নিয়ে গঠিত হয়েছে তদন্তকারী দল।

Advertisement

আরও পড়ুন: জরুরি ভিত্তিতে টিকা ব্যবহারের আবেদন, ছাড়পত্র নয় এখনই

প্রেসিডেন্ট ভোটের প্রচারের সময় বাইডেনের ছেলের বিরুদ্ধে ব্যবসা সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি, হাণ্টার বিধি ভেঙে চিন এবং ইউক্রেনের সঙ্গে ব্যবসা করছেন বলেও ট্রাম্প দাবি করেছিলেন। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি দফতর সূত্রের খবর, হান্টারের ‘চিনা যোগাযোগ’ নিয়েও তদন্ত করছেন ফেডেরাল প্রসিকিউটরা।

আরও পড়ুন: নড্ডার সফরের প্রথমদিনে গোসাঘরে মুকুল, রাতে মানভঞ্জন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement