খাঁচা থেকে বেরিয়ে সকাল সকাল গোটা চিড়িয়াখানা দাপিয়ে বেড়াল এক জাগুয়ার। আর তার এই ‘বিজয়’ অভিযানের বলি হতে হল চারটি আলপাকা (এক প্রকারের মেষ), একটি এমু এবং একটি শিয়ালকে। ঘটনাটি ঘটেছে শনিবার, আমেরিকার লুইজ়িয়ানা প্রদেশের নিউ অর্লিয়েন্স শহরের অডুবন চিড়িয়াখানায়।
চিড়িয়াখানা সূত্রের খবর, ভ্যালেরিয়ো নামে বছর তিনেকের ওই জাগুয়ারটি স্থানীয় সময় সকাল সাতটা কুড়ি নাগাদ কোনও ভাবে খাঁচা থেকে বেরিয়ে পড়ে। ব্যাপারটি চিড়িয়াখানা কর্তৃপক্ষের নজরে এলে জাগুয়ারটিকে আচ্ছন্ন করে ফের খাঁচায় ফেরানো হয়। তবে ততক্ষণে প্রায় ঘণ্টাখানেক পেরিয়ে গিয়েছে। তবে জাগুয়ারটি ঠিক কীভাবে খাঁচা থেকে বেরলো তা এখনও পরিষ্কার নয়। কর্তৃপক্ষ জানায়, ভ্যালেরিয়ো যে ছ’টি পশুর উপর আক্রমণ চালায়, তাদের কাউকেই খাওয়ার উদ্দেশ্য ছিল না তার। স্রেফ নিজের আধিপত্য কায়েম করতেই হামলা।
চিড়িয়াখানাটির উপপ্রধান বলেন, ‘‘জাগুয়ারদের যা করা উচিত সে তো তাই করেছে! তারা শিকারি পশু, সে কথা ভুলে গেলে চলবে না।’’ তবে ঘটনাটি যখন ঘটে তখন চিড়িয়াখানায় দর্শক ছিল না। ফলে বিপদ এড়ানো গিয়েছে।