জাহ্নবী কান্দুলা। —ফাইল চিত্র।
ভারতীয় পড়ুয়া জাহ্নবী কান্দুলার মৃত্যুর ঘটনায় হাসিঠাট্টা করা ও তাঁকে নিয়ে অবমাননাকর কথা বলায় অভিযুক্ত পুলিশকর্মী ড্যানিয়েল অডারারের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানানো হচ্ছে নানা মহলে। এরই মধ্যে শনিবার ‘সিয়্যাটল পুলিশ অফিসার্স গিল্ড’-এর তরফে দাবি করা হয়েছে, কোনও প্রসঙ্গ ছাড়াই ড্যানিয়েলের কথার কিছু ভিডিয়ো ও অডিয়ো ভাইরাল হয়েছে। যাঁর সঙ্গে ড্যানিয়েলের সেই সময় কথা হয়, তাঁদের সম্পূর্ণ কথোপকথন প্রকাশ্যে এলে জানা যাবে ড্যানিয়েল ‘আসলে জাহ্নবীর মৃত্যু নিয়ে ঠাট্টা করছিলেন না’।
এ দিন ড্যানিয়েলের পাশে দাঁড়িয়ে সিয়্যাটল পুলিশের তরফে সওয়াল করা হয়, তিনি ঘটনার দিন কাজের শেষে তাঁর এক সহকর্মী, মাইক সোলানের সঙ্গে ফোনে কথা বলছিলেন। মাইক সিয়্যাটল পুলিশ অফিসার্স গিল্ডের প্রেসিডেন্ট। ভিডিয়োতে শোনা যায়, ড্যানিয়েল মাইককে ঘটনাটির বিষয়ে জানিয়েই হেসে ফেলছেন ও কিছু অবমাননাকর মন্তব্য করছেন। কিন্তু সিয়্যাটল পুলিশের দাবি, ভিডিয়োটির কিছু বিচ্ছিন্ন অংশই শুধু প্রকাশ করা হয়েছে। ড্যানিয়েলের সে দিনের পুরো কথোপকথনটি শুনলে জানা যাবে আসলে তিনি ‘জীবনের মূল্য’ নিয়ে দুঃখ প্রকাশ করে আইনি ব্যবস্থাকে বিদ্রুপ করে এই কথাগুলি বলেছেন। তাঁদের এই দাবির সমর্থনে একটি বিবৃতিতে গত ৮ অগস্ট ড্যানিয়েলের জমা দেওয়া একটি চিঠি এ দিন প্রকাশ করেছে সিয়্যাটল পুলিশ। তাতে ড্যানিয়েল লিখেছেন, গাড়িতে মাইকের সঙ্গে কথা বলার সময়ে মানুষের জীবনের মূল্য নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন। এর পরে এই ঘটনায় যে আইনজীবী জাহ্নবীর মামলাটি মীমাংসা করবেন, সেই আইনজীবীর সম্ভাব্য যুক্তিগুলিকে তিনি বিদ্রুপ করে বলেন, ‘মাত্র ২৬ বছর বয়স, কী এমন দাম’। তাঁর ওই চিঠিতে দাবি, একই প্রসঙ্গে ড্যানিয়েল ১১ হাজার ডলারের চেক দেওয়ার কথাও বলেছিলেন। তবে এই কথা ছিল মাইকের সঙ্গে তাঁর একান্ত ব্যক্তিগত একটি কথোপকথন। দিনের শেষে কাজ থেকে ফেরার সময়ে তাঁর পোশাকে যে বডিক্যামটি লাগানো ছিল, এবং তাঁর এই কথাগুলি যে রেকর্ড হয়ে যাচ্ছিল, তা তিনি ভুলে গিয়েছিলেন সে সময়।
প্রসঙ্গত, সোমবার ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই ড্যানিয়েলের অবমাননাকর মন্তব্যগুলির তীব্র নিন্দা করে নানা মহলের তরফে ওই পুলিশকর্মীর কড়া শাস্তির দাবি করা হয়েছে। সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসের তরফে এই ঘটনার বিস্তারিত ভাবে তদন্ত করার দাবি করার পরে আমেরিকার তরফে তা করার আশ্বাস দেওয়া হয়েছে। অন্য দিকে, জাহ্নবীকে মরণোত্তর ডিগ্রি দেওয়ার কথা ঘোষণা করেছে ওয়াশিংটনের নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়। এই বছরের ডিসেম্বরে ওই বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করার কথা ছিল বছর ২৩-এর ওই তরুণীর।