ঢাকার গুলশানের কূটনৈতিকপাড়ায় দুর্বৃত্তের গুলিতে তাবেলা সিজার (৫০) নামে এক ইতালির নাগরিক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে এই ঘটনা ঘটে। নিহত সিজার ঢাকায় নেদারল্যান্ডস ভিত্তিক একটি এনজিও-তে কাজ করতেন। চলতি বছরের মে মাসে তিনি ওই সংস্থায় যোগ দেন। সিজার গুলশান-২ এর একটি অ্যাপার্টমেন্টে বাস করতেন বলে পুলিশ জানায়। গুলশান থানার ভারপ্রাপ্ত ওসি সিরাজুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে এক পথচারী তাকে স্থানীয় ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নিহত ব্যক্তির কাছে আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের একটি পরিচয়পত্র পাওয়া গিয়েছে। তবে তিনি ইতালির নাগরিক। ঢাকায় একটি এনজিওতে চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দু'জন অজ্ঞাত যুবক তাবেলা সিজারকে অনুসরণ করছিল। জানা গিয়েছে, সিজারকে যেখানে গুলি করা হয়েছে তার অল্প দূরত্বের মধ্যে ঢাকায় পাকিস্তান দূতাবাসের দফতর। প্রত্যক্ষদর্শী মোশাররফের মতে, “সম্ভবত পূর্ব পরিকল্পিত কোনও ঘটনার কারণে এ খুন। ছিনতাইয়ের উদ্দেশ্যে এ খুন হয়ে থাকলে সিজারের সঙ্গে থাকা জিনিসপত্র তারা নিয়ে যেত, যা নেওয়া হয়নি।”