Israel-Hezbollah Conflict

ইজ়রায়েলের নিশানায় এ বার লেবাননে মোতায়েন রাষ্ট্রপুঞ্জের শান্তিসেনা! সাফাই ‘অসাবধানতার’

এক মাস ধরে সশস্ত্র শিয়া সংগঠন হিজ়বুল্লাকে দমনের নামে লেবাননের সাধারণ নাগরিকদের উপর বোমা, ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইজ়রায়েলি ফৌজ। এ বার লেবাননে তাদের নিশানা হল রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ২২:৩৩
Share:

দক্ষিণ লেবাননে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীর একটি নজরদারি চৌকিতে বিমান হামলা চালায় ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। ছবি: পিটিআই।

হামাসের বিরুদ্ধে অভিযানের যুক্তি দিয়ে গাজ়া ভূখণ্ডে সাধারণ প্যালেস্টাইনি নাগরিকদের নিধন চলছে গত এক বছর ধরেই। এক মাস ধরে সশস্ত্র শিয়া সংগঠন হিজ়বুল্লাকে দমনের নামে লেবাননের সাধারণ নাগরিকদের উপর বোমা, ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইজ়রায়েলি ফৌজ। এ বার লেবাননে তাদের নিশানা হল রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীও।

Advertisement

শুক্রবার দক্ষিণ লেবাননে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীর একটি নজরদারি চৌকিতে বিমান হামলা চালায় ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। বেশ কয়েক জন এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলে পশ্চিম এশিয়ার কয়েকটি সংবাদমাধ্যম জানাচ্ছে। ইজ়রায়েল প্রতিরক্ষা বাহিনী (ইজ়রায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ)-ও এক বিবৃতি ঘটনার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, অসাবধানতা বশত রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীর উপর হামলার ঘটনা ঘটেছে। তাতে দুই শান্তিসেনা আহত হয়েছেন।

শুক্রবার লেবাননের বেইরুটের উপরেও হামলা চালায় ইজ়রায়েলি বিমান। তাতে ২৩ জন নিহত এবং অন্তত ৭১ জন আহত হয়েছেন। অন্য দিকে, শুক্রবার গাজ়ায় আইডিএফের বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলায় ৬১ জন সাধারণ প্যালেস্টাইনি নাগরিক নিহত হয়েছেন। আহতের সংখ্যা প্রায় আড়াইশো। লেবাননে গ্রাউন্ড অপারেশনের সময় হিজ়বুল্লা গেরিলাদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে মৃত্যু হয়েছে হামলাকারী এক ইজ়রায়েলি সেনার। প্রসঙ্গত, গত বছর গাজ়ায় ইজ়রায়েলি হামলায় নিহত হয়েছিলেন রাষ্ট্রপুঞ্জের ভারতীয় বংশোদ্ভূত আধিকারিক অনিল বৈভব কালে।

Advertisement

গত ৩ অক্টোবর সকাল থেকে দক্ষিণ লেবাননে ইরানের মদতপুষ্ট হিজ়বুল্লার বিভিন্ন ঘাঁটিতে ‘গ্রাউন্ড অপারেশন’ শুরু করেছে ইজ়রায়েলি সেনা। এই অভিযানের পোশাকি নাম, অপারেশন ‘অপারেশন নর্দার্ন অ্যারো’। গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) লেবাননের রাজধানী বেরুটের দক্ষিণে দাহিয়া এলাকায় ইজ়রায়েলি হামলায় নিহত হয়েছিলেন হিজ়বুল্লা প্রধান হাসান নাসরাল্লা। নিহত হন সংগঠনের কেন্দ্রীয় কাউন্সিলের অন্যতম নেতা নাবিল কউকও। তার পরেই ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছিলেন, দক্ষিণ লেবাননে হিজ়বুল্লার গোপন সুড়ঙ্গ-ডেরায় অভিযান চালানো হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement