Israel-Hamas Conflict

কুকুরের সাহায্যে খোঁজ সুড়ঙ্গের

ইজ়রায়েলি সেনা জানিয়েছে, গাজ়ার ওই সুড়ঙ্গে ছিল গুদাম, লুকিয়ে থাকার জায়গা, কমান্ড ও কন্ট্রোল সেন্টার ও বিভিন্ন এলাকায় যাওয়ার পথ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩ ০৭:৫০
Share:

— প্রতিনিধিত্বমূলক ছবি।

গাজ়ায় মাটির নীচে হামাসের বিরাট এক সুড়ঙ্গ কমপ্লেক্সের খোঁজ পেল ইজ়রায়েলি সেনার কে-নাইন ব্রিগেডের প্রশিক্ষিত কুকুরের দল। ইজ়রায়েলি সেনা জানিয়েছে, গাজ়ার ওই সুড়ঙ্গে ছিল গুদাম, লুকিয়ে থাকার জায়গা, কমান্ড ও কন্ট্রোল সেন্টার ও বিভিন্ন এলাকায় যাওয়ার পথ।

Advertisement

ইজ়রায়েলি সেনা জানিয়েছে, তাদের ইয়াহালোম ইউনিট এবং ওকেটজ় কে-নাইন ইউনিট ওই সুড়ঙ্গের খোঁজ পায়। ওই এলাকায় হামাসের সদর দফতরে অভিযান চালিয়ে ইজ়রায়েলি সেনা তাদের একটি সেলকে ধ্বংস করেছে। নিহত হয়েছে বেশ কয়েক জন হামাস সদস্য। ধ্বংস করা হয়েছে বেশ কয়েকটি ভবন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement