৩৩ যুবকের গলা কাটল আইএস

আগে বহুবার বিভিন্ন জায়গায় মুণ্ডচ্ছেদ করে সাধারণ মানুষের প্রাণ নিয়েছে আইএস জঙ্গি গোষ্ঠী। বুধবার ইরাক সীমান্তের কাছে সিরিয়ার দেইর এজর শহরের আল-মায়াদিন মরুভূমিতে ফের হত্যালীলা চালানের অভিযোগ উঠল আইএসের বিরুদ্ধে।

Advertisement

বেইরুট

সংবাদ সংস্থা  শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৭ ০৩:৩৫
Share:

আগে বহুবার বিভিন্ন জায়গায় মুণ্ডচ্ছেদ করে সাধারণ মানুষের প্রাণ নিয়েছে আইএস জঙ্গি গোষ্ঠী। বুধবার ইরাক সীমান্তের কাছে সিরিয়ার দেইর এজর শহরের আল-মায়াদিন মরুভূমিতে ফের হত্যালীলা চালানের অভিযোগ উঠল আইএসের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, গলা কেটে জঙ্গিরা খুন করে ৩৩ জনকে। এ বছরে আইএসের তরফে এমন নৃশংস গণহত্যা এই প্রথম বার বলেই জানাচ্ছেন মানবাধিকার সংগঠনের সদস্যরা।

Advertisement

সিরিয়ায় কর্মরত ওই সংগঠনটি দাবি করেছে, ১৮-২৫ বছরের যুবকরাই ছিল জঙ্গিদের মূল লক্ষ্য। তবে এই যুবকদের কেন আইএসের কোপে পড়তে হলো তা স্পষ্ট নয়। তারা সিরীয় সরকারের সেনা না ওখানকার বিদ্রোহী- তাও এখনও বোঝা যাচ্ছে না।

সিরিয়ার মতোই ইরাকের তিকরিতেও আইএস বন্দুকবাজদের হামলায় প্রাণ গিয়েছে ২২ জনের। পুলিশ এবং সাধারণ নাগরিকের উপরে হঠাৎই নির্বিচারে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। ২২ জন নিহত হওয়ার পাশাপাশি জখম হয়েছেন অন্তত ৩১ জন। হত্যাকাণ্ড চালিয়ে নিজেদের উড়িয়ে দেয় জঙ্গিরা। সেনা-উর্দিতে এসে আত্মঘাতী জঙ্গিরা পুলিশের চেকপোস্টে প্রথমে হামলা চালায়। তার পর ঢুকে পড়ে তিকরিতের ব্যস্ত রাস্তায়। হামলার পরে টুইটারে বিবৃতি দিয়ে দায় স্বীকারও করেছে আইএস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement