প্রতীকী ছবি।
গত কাল মার্কিন প্রেসিডেন্ট সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের উদ্দেশে। বাগদাদের মার্কিন দূতাবাসে ভাঙচুর, আগুন লাগানোর ঘটনায় তিনি আঙুল তুলেছিলেন ইরানের দিকে। তবে হুমকি দিয়েও তিনি জানিয়েছিলেন, এখনই যুদ্ধের সম্ভাবনা নেই। আজ ইরানের শীর্ষ স্তরের এক কমান্ডার বলেছেন, তাঁদের দেশও এখনই যুদ্ধের দিকে এগোচ্ছে, এমন নয়। তবে যুদ্ধের ভয়ও ইরান পায় না।
দূতাবাসের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়ে ইরানের সেনাবাহিনী রেভোলিউশনারি গার্ডস-এর ওই কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেন সালামি বলেছেন, ‘‘আমরা দেশকে যুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি না। কিন্তু আমরা যুদ্ধের ভয়ও পাই না। আমেরিকার উচিত ইরানের মতো দেশের সঙ্গে ঠিক ভাবে কথা বলা। আমেরিকাকে বারবার ভেঙেচুরে দেওয়ার ক্ষমতা রয়েছে আমাদের। আমরা কোনও ভাবেই উদ্বিগ্ন নই।’’
ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুলরহিম মৌসাভি বলেছেন, তাঁর বাহিনী ‘শত্রু’র মোকাবিলার জন্য তৈরি। তাঁর কথায়, ‘‘আমাদের বাহিনী সব রকম গতিবিধি নজরে রাখছে। কেউ যদি সামান্যতম ভুলও করে, বাহিনী সঙ্গে সঙ্গে জবাব দেবে। পরিস্থিতি উত্তপ্ত হলে আমরা শত্রুপক্ষকে আমাদের ক্ষমতা দেখাব।’’ গত কাল কড়া ভাষায় আমেরিকার সমালোচনা করেছেন ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লা খামেনেইও।