Nuclear deal

নিষেধাজ্ঞা তোলার দাবি করল ইরান

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, ‘‘পরমাণু চুক্তিটি ফের সচল করতে দেশের উপর চাপানো নিষেধাজ্ঞাগুলি তুলে নিতে হবে।’’

Advertisement

সংবাদ সংস্থা

তেহরান শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ ০৬:৪৫
Share:

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

পরমাণু অস্ত্র নিয়ে আলোচনায় বসেছে ‘বিশ্ব শক্তিগুলি’। এর মাঝে তাদের উপর থেকে ‘নিষেধাজ্ঞা তোলার’ দাবির সঙ্গে ২০১৫ সালের পরমাণু চুক্তি পুনর্নবীকরণেরও দাবি জানাল ইরান।

Advertisement

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলা ওই বৈঠকে দাঁড়িয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, ‘‘পরমাণু চুক্তিটি ফের সচল করতে দেশের উপর চাপানো নিষেধাজ্ঞাগুলি তুলে নিতে হবে। ইরানের মানুষের অধিকারকে সম্মান করতে হবে।’’

ইরানের পাশাপাশি এই বৈঠকে সরাসরি যোগ দিয়েছে ব্রিটেন, ফ্রান্স। জার্মানি এবং রাশিয়া। পরোক্ষ ভাবে রয়েছে আমেরিকাও। উল্লেখ্য, ২০১৫ সালের পরমাণু চুক্তিতে তেহরানের উপরে থাকা একাধিক নিষেধাজ্ঞা লঘু করা হয়। পরিবর্তে পরমাণু শক্তি সংক্রান্ত বিষয়ের উপর আনা হয় বেশ কিছু নিষেধাজ্ঞা। তবে ২০১৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে চুক্তি থেকে বেরিয়ে আসে আমেরিকা। যার পরে পরমাণু বিষয়ে চুক্তি-ভিত্তিক অবস্থান থেকে সরে আসে ইরান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement