london

Alcotraz: ভিতরে জেল‌খানা! কয়েদি-বেশে গিয়ে চুরি করে মদ খেতে হয় এই পানশালায়

২১২ ব্রিক লেন। অ্যালকোট্রাজ সেল ব্লক টু ওয়ান টু। ব্রিটেনে কোভিডবিধি শিথিল হতেই গোটা লন্ডন শহরে হইচই ফেলে দিয়েছে এই পানশালা।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ১৯:১৫
Share:

ছবি— ফেসবুক

২১২ ব্রিক লেন। অ্যালকোট্রাজ সেল ব্লক টু ওয়ান টু। ব্রিটেনে কোভিডবিধি শিথিল হতেই গোটা লন্ডন শহরে হইচই ফেলে দিয়েছে এই পানশালা। পানশালা তো নয়, যেন জেলখানা। ইংরেজিতে যাকে বলা হচ্ছে ‘বার বিহাইন্ড বার’, অর্থাৎ পানশালার ভিতর জেলখানা। শোরডিচে এমন একটি পানশালা খুলেছে, এই খবর ছড়িয়ে পড়তেই ভিড় বাড়তে শুরু করেছে কমবয়সি ছেলেমেয়েদের।

Advertisement

ছবি— ফেসবুক

জেলখানার মতোই তৈরি করা হয়েছে লন্ডনের বিখ্যাত ব্রিক লেনের এই পানশালাটি। ঢোকার মুখে বসানো রয়েছে মেটাল ডিটেক্টর। জেলের নিয়মেই তা পেরিয়েই ঢুকতে হচ্ছে সবাইকে। সাধারণ পোশাকেই পানশালায় আসছেন গ্রাহকেরা। কিন্তু ভিতরে ঢুকতেই তাঁদের হাতে গেরুয়া পোশাক ধরিয়ে দেওয়া হচ্ছে। পানশালার নিয়ম, ভিতরে বসতে হলে কয়েদি বেশেই বসতে হবে। তার পর ওয়ার্ডেনের নজর এড়িয়ে চুরি করতে হবে মদ। অভিনব কায়দায় মদ চুরি করতে পারলেই মিলবে ‘বিশেয কয়েদি’-র তকমা। সঙ্গে মিলবে ‘স্পেশাল ককটেল’ আর পানশালায় বেশি ক্ষণ বসে থাকার সুযোগ।

ছবি— ফেসবুক

অ্যালকোট্রাজ বলছে, ‘বুঝতে হবে, এটা একটা জেলখানা। এখানে মদের তালিকা হাতে তুলে দেওয়া হবে না। চুরি করে মদ খেতে হবে।’

Advertisement

ছবি— ফেসবুক

কখনও লন্ডনে গেলে অবশ্যই যেতে পারেন এই পানশালায়। খরচ ভারতীয় মূল্য ওই সাড়ে তিন হাজার টাকার মতো। টিকিট বুক করতে পারেন অ্যালকোট্রাজের ওয়েবসাইট থেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement