নাসা আয়োজিত একটি প্রতিযোগিতায় প্রথম হলেন গগন টুর নামে এক ভারতীয়। মঙ্গলের পাঁচটি ক্রেটারের নামকরণ করার এই প্রতিযোগিতার নিয়ম অনুসারে, তিন বছর আগে মারা গিয়েছেন এমন কোনও শিল্পী, কবি বা লেখকের নামে নাম রাখতে হবে ওই ক্রেটারের। গগন একটি ক্রেটারের নাম রেখেছেন ‘এনহেডুয়ানা’। বাকি ক্রেটারের জন্য বেছে নেওয়া নামগুলি হল ‘ক্যারোলেন’, ‘কর্ষ’, ‘কুলথম’ এবং ‘রিভেরা’।