—প্রতিনিধিত্বমূলক ছবি।
ভারতীয় পড়ুয়ার মাথায় এলোপাথাড়ি কোপ মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় আক্রান্ত পড়ুয়া হাসপাতালে চিকিৎসাধীন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই পড়ুয়ার সুস্থ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আক্রমণকারী যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে আক্রান্ত যুবকের নাম বরুণ। আক্রমণকারী হলেন বছর চব্বিশের যুবক জর্ডান আন্দ্রাদ। চলতি সপ্তাহেই আমেরিকার ইন্ডিয়ানা প্রদেশের বাসিন্দা বরুণের সঙ্গে জিমে গিয়েছিলেন অভিযুক্ত। সেখানেই ‘ভুল বোঝাবুঝি’ থেকে ভারতীয় পড়ুয়ার মাথায় ছুরি মারেন জর্ডান।
পরে পুলিশের কাছে অভিযুক্ত যুবক দাবি করেন যে, ওই পড়ুয়া ‘একটু অদ্ভুত স্বভাবে’র ছিলেন। তিনি সঠিক চরিত্রের ছিলেন না বলেও দাবি করেন ওই যুবক। প্রাণের ঝুঁকি থেকেই ভারতীয় পড়ুয়াকে তিনি হত্যার চেষ্টা করেছেন বলে দাবি করেন অভিযুক্ত। যদিও তাঁর দাবির সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের তরফে জানানো হয়েছে, গত রবিবার সকালে জিম কর্তৃপক্ষের তরফে তাদের কাছে ফোন যায়। ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দেখেন যে, রক্তাক্ত অবস্থায় ওই পড়ুয়া পড়ে রয়েছেন। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।