Indian Student Stabbed In US

মাথায় ছুরির কোপ নিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই, যুদ্ধে হার মানলেন আমেরিকার সেই ভারতীয় পড়ুয়া

পুলিশ জানিয়েছে, মাথায় গভীর ক্ষত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ভারতীয় পড়ুয়া বরুণ রাজ পুচার মৃত্যু হয়েছে। আমেরিকার ভালপারাইসো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের পড়ুয়া ছিলেন ওই যুবক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৩ ১৭:৫১
Share:

নিহত ভারতীয় পড়ুয়া বরুণ রাজ পুচার। ছবি: সংগৃহীত।

জিমের মধ্যে এলোপাথাড়ি ছুরির কোপ পড়েছিল মাথায়। আমেরিকায় সপ্তাহ দুয়েক মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে জীবনযুদ্ধে হার মানলেন সেই ভারতীয় পড়ুয়া। পুলিশ জানিয়েছে, ২৪ বছর বয়সি ওই ভারতীয় পড়ুয়া, বরুণ রাজ পুচার মৃত্যু হয়েছে। আমেরিকার ভালপারাইসো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের পড়ুয়া ছিলেন ওই যুবক।

Advertisement

আগেই চিকিৎসকেরা জানিয়েছিলেন যে, বরুণের আঘাত গুরুতর। তাঁর সুস্থ হওয়ার সম্ভাবনা প্রায় নেই। তবুও চেষ্টার ত্রুটি রাখা হয়নি। গত ২৯ অক্টোবর ওই ভারতীয় পড়ুয়ার মাথায় এলোপাথাড়ি কোপ মারার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় আক্রান্ত পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, আক্রমণকারী যুবকের নাম জর্ডান আন্দ্রাদ। অক্টোবরের শেষ সপ্তাহে আমেরিকার ইন্ডিয়ানা প্রদেশের বাসিন্দা বরুণের সঙ্গে জিমে গিয়েছিলেন অভিযুক্ত। সেখানেই ‘ভুল বোঝাবুঝি’ থেকে ভারতীয় পড়ুয়ার মাথায় ছুরি মারেন জর্ডান। পুলিশের কাছে অন্তত এমনটাই দাবি করেছিলেন অভিযুক্ত যুবক। পরে পুলিশের কাছে অভিযুক্ত দাবি করেন যে, নিহত পড়ুয়া ‘একটু অদ্ভুত স্বভাবে’র ছিলেন। প্রাণের ঝুঁকি থেকেই ভারতীয় পড়ুয়াকে তিনি হত্যার চেষ্টা করেন বলে দাবি করেন অভিযুক্ত। যদিও তাঁর দাবির সত্যতা খতিয়ে দেখা শুরু করে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement