এস জয়শঙ্কর।
তিন দিনের সফরে আজ বেজিং পৌঁছলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মোদী সরকারের দ্বিতীয় ইনিংসে নতুন বিদেশমন্ত্রী জয়শঙ্করের এই সফরের লক্ষ্য হল চিনা প্রেসিডেন্ট শি চিনফিংয়ের সম্ভাব্য ভারত সফরের বিষয়টি এ দেশের নেতৃত্বের সঙ্গে কথা বলে চূড়ান্ত করা। সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে চিনফিংয়ের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হবে। সে ক্ষেত্রে উহান শীর্ষ বৈঠকের পরে এটিই হবে দুই দেশের দ্বিতীয় ঘরোয়া শীর্ষ বৈঠক।
তবে জয়শঙ্করের সফরের সময়টি তাৎপর্যপূর্ণ হয়ে থাকছে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করা নিয়ে গত মঙ্গলবারই চিন অসন্তোষ জানানোয়। জয়শঙ্করের সফরসূচি অবশ্য আগে থেকেই নির্ধারিত ছিল। এর মধ্যেই বেজিংয়ে গিয়ে পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ৩৭০ ধারা বিলোপের বিরোধিতায় চিনকে পাশে চেয়েছেন। তবে বিশেষ সুবিধে করতে পারেননি।