International News

মাসুদ পাকিস্তানেই, তবে অসুস্থ, মানল ইসলামাবাদ

পাক সংবাদমাধ্যম নয়, নামপ্রকাশে অনিচ্ছুক ইসলামাবাদের কোনও আমলা নন, খোদ পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি শুক্রবার এ কথা জানিয়েছেন। বলেছেন, ‘‘মাসুদ পাকিস্তানেই রয়েছেন। তবে তিনি অসুস্থ। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’’

Advertisement

সংবাদ সংস্থা

ইসলামাবাদ শেষ আপডেট: ০১ মার্চ ২০১৯ ১৩:০২
Share:

মাসুদ আজহার। - ফাইল ছবি।

আর ঢাকা-চাপা না দিয়ে ইসলামাবাদ এ বার স্বীকার করল, কট্টর সন্ত্রাসবাদী মাসুদ আজহার পাকিস্তানেই রয়েছেন। তবে তাঁর শরীর খুব একটা ভাল নয়। বাড়ি থেকে বেরতে পারছেন না।

Advertisement

পাক সংবাদমাধ্যম নয়, নামপ্রকাশে অনিচ্ছুক ইসলামাবাদের কোনও আমলা নন, খোদ পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি শুক্রবার এ কথা জানিয়েছেন। বলেছেন, ‘‘মাসুদ পাকিস্তানেই রয়েছেন। তবে তিনি অসুস্থ। বাড়ি থেকে বেরতে পারছেন না।’’

ভারতের তরফে বহু দিন ধরেই বলা হচ্ছিল, কট্টর জঙ্গি মাসুদ পাকিস্তানে রয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে ভারতের হাতে তুলে দেওয়ারও দাবি জানিয়ে আসছিল দিল্লি। কিন্তু এত দিন মাসুদ নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি ইসালামাবাদ। জঙ্গি মাসুদকে গোটা বিশ্বে নিষিদ্ধ ঘোষণার দাবি রাষ্ট্রপুঞ্জে গত কয়েক বছর ধরেই জানিয়ে আসছে ভারত, আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স। কিন্তু চিনের ভেটোয় তা সম্ভব হয়নি।

Advertisement

আরও পড়ুন: বাতিল হচ্ছে মিগ ২১, আকাশ যুদ্ধকে অন্য মাত্রা দিতে আসছে তেজস​

ও দিকে, আবু ধাবিতে এ দিন ৫৭টি মুসলিম দেশের জোট অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর সম্মেলনে যোগ দেবেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। উপমহাদেশে সন্ত্রাসবাদীদের তৎপরতা ও অস্থিরতার আবহ তৈরির প্রসঙ্গটি সেখানে সুষমা তাঁর ভাষণে উল্লেখ করবেন বলে কূটনীতিকদের ধারণা। এ বারই প্রথম ওই সম্মেলনে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। কূটনীতিকরা মনে করছেন, ওআইসি-র সদস্য ৫৭টি মুসলিম দেশের প্রতিনিধিদের সামনে উপমহাদেশে সন্ত্রাসবাদীদের তৎপরতা বৃদ্ধির উল্লেখে সুযোগটা হাতছাড়া করতে চাইবেন না ভারতের বিদেশমন্ত্রী।

আরও পড়ুন- থাকছেন বাবা-মা, দুপুরেই ওয়াঘা সীমান্ত দিয়ে ফিরতে পারেন উইং কম্যান্ডার অভিনন্দন​

আরও পড়ুন- জঙ্গি ঘাঁটি ধ্বংসের প্রমাণ আছে, সময়মতো প্রকাশ্যে আনা হবে, জানাল ভারতীয় সেনা​

বিশেষজ্ঞরা বলছেন, ‘‘এটা ঠিক তাদের হেফাজতে মাসুদের থাকার কথা ইসলামাবাদ এই প্রথম স্বীকার করল। এটাও ঠিক, ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতে ফিরিয়ে দেওয়ার ঘোষণাও করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু তার মানে এই নয় যে, পুলওয়ামা কাণ্ড ও বালাকোট বোমাবর্ষণের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে।’’

তার সবচেয়ে বড় প্রমাণ, ৫৭টি মুসলিম দেশের জোট অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর সম্মেলনে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ আমন্ত্রিত হওয়ায় পাক বিদেশমন্ত্রী কুরেশি সেখানে যাননি। এ বারই প্রথম ওই সম্মেলনে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাক বিদেশমন্ত্রী কুরেশি জানিয়েছেন, সুষমা আমন্ত্রিত হয়েছেন বলেই তিনি আবু ধাবিতে ওই সম্মেলনে যাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement