সহজ ও পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা। ছবি: শাটারস্টক
পৃথিবীতে এ রকম দেশ খুব একটা খুঁজে পাওয়া যাবে না যে দেশে গাড়ি বা বাইকের থেকে বেশি চলে সাইকেল। সেই রকমই একটি দেশ হল নেদারল্যান্ডস। শুধু তাই নয়, সেই দেশের একটি সমীক্ষায় দেখা গিয়েছে, নেদারল্যান্ডসে মানুষের থেকে সাইকেলের সংখ্যাই বেশি!
পরিবেশ দূষণ কমানোর জন্য দেশের জনসাধারণকে গাড়ি বা বাইকের বদলে সাইকেল চালানোয় উৎসাহ দিতে একাধিক প্রকল্প গ্রহণ করেছিল সে দেশের সরকার। এই জন্য শুধুমাত্র সাইকেল চালানোর জন্য একাধিক রাস্তাও বিশেষ ভাবে তৈরি করার পরিকল্পনা নিয়েছিলেন তাঁরা। সাইকেল পার্ক করা এবং সাইকেলের সুরক্ষার জন্যেও একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছিল। এ বার তার থেকে আরও একধাপ এগিয়ে সাইকেল ব্যবহারকারীদের জন্য আয়করে ছাড় দেবার কথাও ঘোষণা করা হল সে দেশের সরকারের তরফে।
সম্প্রতি একটি বিবৃতিতে জানানো হয়েছে যে যদি কোনও ব্যক্তি তাঁর কর্মস্থলে যাওয়ার সময় সাইকেল ব্যবহার করেন তা হলে প্রতি কিলোমিটারে তাঁকে ০.২২ ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ টাকা আয়করে ছাড় দেয়া হবে। তবে শুধুমাত্র কর্মস্থলে যাওয়ার সময় সাইকেল ব্যবহার করলেই এই সুবিধা পাওয়া যাবে; ব্যক্তিগত কোনও কাজে কোথাও যাওয়ার জন্য নয়। এই মর্মে ইতিমধ্যেই সমস্ত অফিস-কাছারিতে নোটিশও পাঠিয়েছে সেই দেশের সরকার। দেশের পরিবেশের স্বাস্থ্য রক্ষায় ডাচ সরকারের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন দেশ-বিদেশের পরিবেশবিদ ও পরিবেশকর্মীরা।
আরও পড়ুন: প্রকাশ্যে বান্ধবীকে বিয়ের প্রস্তাব, গ্রেফতার যুবক-যুবতী
আরও পড়ুন: ২১ বছর আগে কেন নিখোঁজ হয়েছিল মেয়ে? সব শুনে শিউরে উঠলেন মা