দক্ষিণ ফ্লোরিডায় ২১০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল ইরমা। প্রায় ১৬ লক্ষ বাড়িতে নেই বিদ্যুৎ সংযোগ।
আতঙ্কে ঘর ছেড়েছেন প্রায় ৬৫ লক্ষ ফ্লোরিডাবাসী।
বন্যায় ভাসছে ফ্লোরিডার একাংশ। এখনও পর্যন্ত দু’টি ভূমিধ্বসের খবর এসেছে।
দক্ষিণ ফ্লোরিডার মূল ভূখণ্ড থেকে পশ্চিম উপকূলের কি ওয়েস্ট থেকে টামপার দিকে এগিয়ে চলেছে ইরমা।
প্রথমে ক্যাটগরি ৪ হিসাবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আছড়ে পড়েছিল ইরমা। মাঝে শক্তি হারিয়ে ক্যাটগরি ৩-তে পরিণত হয়েছিল ইরমা।
এখন ক্যাটগরি ২-তে পরিণত হয়েছে এই ঘূর্ণিঝড়।
প্রবল ঝড়ের তাণ্ডব আর সঙ্গে পাল্লা দিয়ে জলচ্ছ্বাসে পুরোপুরি বিপর্যস্ত পর্যটনের শহর ফ্লোরিডা।