Israel-Hamas Conflict

গাজ়ায় হামলা চালানোর জন্য অস্ত্র বিক্রি করা যাবে না ইজ়রায়েলকে, এ বার দাবি উঠল জার্মানিতে

ইজ়রায়েলে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম বন্ধ করার দাবি উঠল জার্মানির অন্দরে। সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির কয়েক শ সরকারি কর্মকর্তা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৪ ২৩:৩৯
Share:

ছবি: সংগৃহীত।

অবিলম্বে ইজ়রায়েলে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম বন্ধ করার দাবি উঠল জার্মানির অন্দরে। সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির কয়েক শ সরকারি কর্মকর্তা।

Advertisement

সোমবার এই উদ্দেশ্যে তাঁরা জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ এবং তাঁর মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে আবেদন জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইজ়রায়েলি বাহিনী গাজ়ায় যে অপরাধ করছে, তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এটা জার্মানির সংবিধানেরও লঙ্ঘন। সরকারি আধিকারিক এবং কর্মচারি হিসেবে আমরা দেশের সংবিধানের প্রতি দায়বদ্ধ’। পাঁচ পাতার ওই বিবৃতিতে জার্মানির ফেডারেল সরকারের প্রায় ৬০০ কর্মকর্তা সমর্থন জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement