Fish

বঙ্গোপসাগরে উদ্ধার পেল্লায় চেহারার ভোলা মাছ, দাম উঠল আট লক্ষ টাকা

ভোলা মাছটির ওজন ২৩ কেজি। ৮ লক্ষ টাকারও বেশি দামে মাছটি বিক্রি করতে চান মৎস্যজীবী। মাছটি দেখতে ভিড় জমিয়েছেন অনেকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৩ ১৯:১৪
Share:

গত ১০ জানুয়ারি বঙ্গোপসাগর থেকে উদ্ধার করা হয়েছিল মাছটি। ছবি সংগৃহীত।

মাছের দাম কিনা ৮ লক্ষ টাকা! হ্যাঁ, এমন দামি মাছ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বাংলাদেশে। বৃহস্পতিবার খুলনার রূপসা পাইকারি মাছ বাজারে একটি ভোলা মাছের দাম উঠেছে ৮ লক্ষের ঘরে। মাছটির ওজন ২৩ কেজি ৬৮০ গ্রাম।

Advertisement

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, গত ১০ জানুয়ারি বঙ্গোপসাগরে দুবলার চর এলাকায় এক মৎস্যজীবীর জালে ধরা পড়ে মাছটি। দুবলার চরে মাছটির দাম ৮ লক্ষ টাকা ওঠে। বৃহস্পতিবার মাছটি রূপসা পাইকারি বাজারে নিয়ে যাওয়া হয়। আরও বেশি দামে মাছটি বিক্রি করতে চান এক ব্যবসায়ী।

গত ১০ জানুয়ারি বঙ্গোপসাগরে দুবলার চর এলাকায় মাসুম বিল্লাহ নামে এক মৎস্যজীবীর জালে ধরা পড়েছিল মাছটি। পরে মাছটি খুলনায় নিয়ে যান ওই মৎস্যজীবীর সহযোগী রহমত।

Advertisement

দুষ্প্রাপ্য ওই মাছটি দেখতে ভিড় জমান অনেকে। তবে আশানুরূপ দাম না পাওয়ায় মাছটি চট্টগ্রামে পাঠানোর পরিকল্পনা করেছেন রহমত। দুবলার চরে যখন মাছটি নিয়ে যাওয়া হয়েছিল, তখন তার দাম ধরা হয়েছিল কেজি প্রতি ৪০ হাজার টাকা। স্থানীয় বাজারে যার দাম প্রায় ৮ লক্ষ ৪০ হাজার টাকা। এত বড় ভোল মাছ আগে দেখা যায়নি বলে জানিয়েছেন মৎস্যজীবীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement