Hong Kong

বন্ধ হয়ে গেল হংকংয়ের গণতন্ত্রকামী সংবাদপত্র

আজ সংস্থার তরফে এক বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, ‘‘আমাদের কর্মীদের নিরাপত্তার কথা ভেবে আমরা আজ মধ্যরাত থেকে সব কাজকর্ম বন্ধ করে দিচ্ছি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হংকং শেষ আপডেট: ২৪ জুন ২০২১ ০৬:০৯
Share:

শেষ সংস্করণ হাতে নিয়ে দাড়িয়ে ‘অ্যাপল ডেলি’র কর্মীরা। ছবি রয়টার্স

হংকংয়ের সব থেকে বড় গণতন্ত্রকামী সংবাদপত্র ‘অ্যাপল ডেলি’ বন্ধ হয়ে গেল। চিনের শি চিনফিং এবং হংকংয়ের ক্যারি লাম প্রশাসনের সমালোচনার ক্ষেত্রে হংকংয়ের এই ট্যাবলয়েডটিই ছিল সব থেকে জোরালো স্বর।

Advertisement

এর আগেও একাধিক বার প্রশাসনের রোষে পড়েছে সংবাদপত্রটি। বিতর্কিত জাতীয় সুরক্ষা আইন ভাঙছে তারা, এই অভিযোগ তুলে গত সপ্তাহে একাধিক বার সংবাদপত্রটির দফতরে হানা দেয় হংকং পুলিশ। আটক করা হয় প্রধান সম্পাদক এবং আরও পাঁচ শীর্ষকর্তাকে। তা ছাড়া, সংস্থার সব সম্পত্তিও ‘ফ্রিজ়’ করে দেওয়া হয়।

আজ সংস্থার তরফে এক বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, ‘‘আমাদের কর্মীদের নিরাপত্তার কথা ভেবে আমরা আজ মধ্যরাত থেকে সব কাজকর্ম বন্ধ করে দিচ্ছি।’’ ব্রিটেনের বিদেশমন্ত্রী ডমিনিক রাবের কথায়, ‘‘হংকংয়ের মানুষের বাক্স্বাধীনতায় এ এক বিপুল আঘাত।’’

Advertisement

কাল, বৃহস্পতিবারই, খবরের কাগজটির শেষ মুদ্রিত সংস্করণ প্রকাশিত হবে। সংবাদমাধ্যম সংগঠন ‘হংকং ফ্রি প্রেস’-এর ওয়েবসাইটে জানানো হয়েছে, স্মারক সংস্করণ হিসেবে ১০ লক্ষ কপি ছাপা হচ্ছে আজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement