১৯২৪ সালে প্রথম চিন সফরে যান রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানকার সাওশিং শহরে তাঁর দেখা হয় চিনা সাহিত্যিক লু শুনের সঙ্গে। ৯২ বছর পরে সেই ঐতিহাসিক সাক্ষাতের মুহূর্তকে স্মরণে রেখে সাওশিঙেই মঙ্গলবার রবীন্দ্রনাথের নাতির নাতি এস এন ঠাকুরের (বাঁ দিকে) সঙ্গে দেখা হল লু শুনের নাতি ঝৌ লিং ফে-র (ডান দিকে)। সঙ্গে সাংহাইয়ের ভারতীয় কনসাল জেনারেল প্রকাশ গুপ্ত। ছবি: পিটিআই।