ডোনাল্ড ট্রাম্প।
ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের লোকবল বাড়াতে বড় ভূমিকা নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প?
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পদ-প্রার্থীর দৌড়ে থাকা ট্রাম্পকে এই ভাবেই সরাসরি কটাক্ষ করলেন ডেমোক্র্যাট হিলারি ক্লিন্টন। খুব সম্প্রতি ট্রাম্প বলেছিলেন, ‘‘মার্কিন মুলুকে আসা মুসলিমদের নিষিদ্ধ ঘোষণা করা উচিত।’’
এর প্রেক্ষিতেই হিলারির টার্গেট হয়েছেন ট্রাম্প। হিলারি বলেছেন, ‘‘ওই মন্তব্য আইএস জঙ্গিদের কাজটা সহজ করে দিয়েছে। ওরা ভিডিও দেখিয়ে লোকজনকে বোঝাচ্ছে, আমেরিকা ও আমেরিকার বাইরে থাকা মুসলিম সম্প্রদায়ের মানুষের সম্পর্কে এমন ধারণাই পোষণ করে মার্কিন প্রশাসন। ট্রাম্পের মন্তব্য ‘সভ্যতার সঙ্কট’কে আরও বাড়িয়ে তুলছে। গোটা বিশ্বের কাছে এই বার্তাই পৌঁছে দিচ্ছে, যেন পশ্চিমি দুনিয়া ‘ইসলামের বিরুদ্ধে যুদ্ধ’ শুরুর ফন্দি আঁটছে। এটা আদতে আইএস-কেই সাহায্য করছে। লোকবল বাড়ানোর জন্য ওই সন্ত্রাসবাদী সংগঠনটি যখন বিশ্ব জুড়ে ‘কর্মী-নিয়োগ’ শুরু করেছে, তখন ট্রাম্পের ওই মন্তব্য তাদের দল ভারী করাতেই সাহায্য করবে।’’