গত সত্তর বছরে অন্তত কেউ শোনেনি। নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বেঁচে ফেরাদের গান। ইদ্দিশ এবং জার্মান ভাষায় এ বার শোনা যাবে সেই ‘এনোভিল সঙ্গস’। এত দিন ধরে নেওয়া হয়েছিল এই গানগুলি হারিয়ে গিয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে মিত্রশক্তির বিভিন্ন দেশ যখন নাৎসি শিবিরে ঘুরে ঘুরে বন্দিদের মুক্তির চেষ্টা করছে, তখন নিজেদের ক্যামেরায় বীভৎসতার সেই ছবি ধরে রাখেন কেউ কেউ। তার সূত্র ধরে বিশ্ব জেনেছিল, কঙ্কালসার কত লক্ষ লক্ষ মানুষ নিঃশব্দে কী যন্ত্রণা ভোগ করে এসেছেন। এই রকম ভাবেই ১৯৪৬ সালে ফ্রান্স, সুইৎজারল্যান্ড, ইতালি এবং জার্মানির বিভিন্ন শিবিরে ১৩০ জন ইহুদির সঙ্গে কথা বলেছিলেন গবেষক ডেভিড বডার। কনসেনট্রেশন ক্যাম্পের ভয়ঙ্করতার পাশাপাশি সাক্ষাৎকারে ছিল কিছু গানও। সেই রেকর্ডিংয়ের কিছু অংশ ১৯৬৭ সাল থেকে সংগ্রহ করে রাখা ছিল আমেরিকার অ্যাক্রন ইউনিভার্সিটিতে। সেই সংগ্রহ ডিজিট্যালি সংরক্ষণের জন্য সম্প্রতি একটি প্রকল্প নেওয়া হয়েছে। সেই সূত্রেই বোডারের ‘এনোভিল সঙ্গস’-এর খোঁজ মেলে। অ্যাক্রন ইউনিভার্সিটির গবেষক ডেভিড বেকার জানান, ফ্রান্সের এনোভিলের একটি শিবিরে রেকর্ড হয় এই সব গান। তাঁর কথায়, ‘‘গত ৫০ বছরে আমাদের সংগ্রহে থাকা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এটি। নিশ্চিত মৃত্যুমুখে নাৎসি শাসকরা বাধ্য করত বলেই গান গাইতে বাধ্য হতেন সেই মানুষগুলো। কিন্তু সেটাও বেঁচে থাকার অঙ্গ হয়ে গিয়েছিল।’’