তালিবানদের হুমকির এক সপ্তাহের মধ্যেই মঙ্গলবার সকালে জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল।
শহরের প্রাণকেন্দ্রে মার্কিন দূতাবাসের সামনে যেখানে বিস্ফোরণটি হয়েছে, তার আশপাশের অঞ্চল অত্যন্ত ঘনবসতিপূর্ণ। রয়েছে বেশ কয়েকটি সেনা ছাউনিও।
এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই বিস্ফোরণের জেরে কয়েক মাইল দূরেও কয়েকটি বাড়ির দরজা, জানলা উড়ে গিয়েছে, কালো ধোঁয়ায় ঢেকে যায় অঞ্চলটি। ঘটনার দায় স্বীকার করেছে তালিবান।
গত মঙ্গলবার আফিগানিস্তানের তালিবানরা সে দেশে তাদের বাসন্তিক হামলা (স্প্রিং অ্যানুয়াল অফেন্স)-র কথা ঘোষণা করেছিল। জানিয়েছিল দেশ জুড়ে একের পর এক নাশকতা চালাতে তৈরি তারা। তার পর থেকে যদিও সরকার তাদেরকে আলোচনায় বসার প্রস্তাব দিয়ে আসছিল।
আরও পড়ুন-৬২ লাখে বিক্রি আছেন নওয়াজ শরিফ