taliban

Taliban: আফগানিস্তানে সরকার গঠনের আগেই দুই গোষ্ঠীর বিরোধ প্রকট, সিঁদুরে মেঘ দেখছে তালিবান

সূত্রের খবর, নতুন সরকারের মন্ত্রিসভায় তাদের ঠাঁই দেওয়ার দাবি জানিয়েছে ইয়াকুব গোষ্ঠী।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২১ ১৭:০২
Share:

ছবি: রয়টার্স।

সরকার গঠনই হল না, তার আগেই ক্ষমতার ভাগাভাগি নিয়ে তালিবানের গোষ্ঠীবিরোধ প্রকাশ্যে চলে এল। সংবাদ সংস্থা সূত্রে খবর, মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া নিয়ে হক্কানি গোষ্ঠী এবং কন্দহরের মোল্লা ইয়াকুব গোষ্ঠীর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। যা সরকার গঠনের আগেই অস্বস্তিতে ফেলল তালিবানকে।

Advertisement

তালিবানের সেনাবাহিনীর দায়িত্বে রয়েছে মোল্লা ইয়াকুব গোষ্ঠী। নতুন সরকারের মন্ত্রিসভায় ঠাঁই দেওয়ার দাবি জানিয়েছে তারা। কিন্তু হক্কানি গোষ্ঠী সেখানে নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠছে। শুধু তাই নয়, মোল্লা ইয়াকুব নাকি স্পষ্ট জানিয়েও দিয়েছেন, যাঁরা দোহায় তাঁদের প্রধান কার্যালয়ে বসে আছেন, তাঁদের হুকুম শুনতেও তিনি রাজি নন।

শুধু হক্কানি বা ইয়াকুব গোষ্ঠীই নয়, একে একে তালিবানের অন্য গোষ্ঠীগুলিও নিজেদের অধিকার নিয়ে সরব হতে শুরু করেছে। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন তালিবানের শীর্ষ নেতারা। ফের আরও একটা গৃহযুদ্ধের সম্মুখীন হতে হবে না তো! সেই আশঙ্কাও দেখা দিয়েছে তালিবানের অন্দরে। ১৯৯৬-তে তালিবান যখন আফগানিস্তানের ক্ষমতায় এসেছিল, তখন গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হয়ে গিয়েছিল তারা। সূত্রের খবর, সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তাই কাবুলে তালিবানের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক চালাচ্ছেন তালিবান প্রধান হাইবাতুল্লা আখুন্দজাদা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement