গত সপ্তাহে পরমাণু হামলার হুমকি দিয়েছিলেন পাকিস্তানের বিতর্কিত পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খান। এ বার পরমাণু হামলার হুমকি দিল জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদ। সম্প্রতি ভারত-পাক সীমান্তে একটি জনসভায় ওই জঙ্গি নেতার দাবি, ভারত যদি কোনও ধরনের হামলা চালায় সে ক্ষেত্রে পাকিস্তান সারা ভারতে পরমাণু অস্ত্রবাহী ড্রোন পাঠিয়ে তার জবাব দেবে। মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদকে গ্রেফতার করার জন্য দীর্ঘ দিন ধরে পাকিস্তানের উপর চাপ দিয়ে আসছে ভারত। নয়াদিল্লির চাপে রাষ্ট্রপুঞ্জ জামাত-উদ-দাওয়াকে একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করে ২০০৮ সালে হাফিজকে জঙ্গি হিসাবে ঘোষণা করে। আমেরিকাও তার বিরুদ্ধে প্রমাণ হাতে পেলে ১ কোটি মার্কিন ডলার পুরস্কার দিতে রাজি।