Gunman Attack

নিউ ইয়র্কে গুলি, নিহত বন্দুকবাজ

শহরের বিখ্যাত ওই গির্জায় এই ঘটনা ঘটার কয়েক মুহূর্ত আগে সবে শেষ হয়েছে একটি ক্রিসমাস কনসার্ট। গান শেষ করে ক্যাথিড্রালের সিঁড়ির আশেপাশেই তখন ঘুরছিলেন বেশির ভাগ গায়কেরা।

Advertisement

 সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ ০৩:৫৯
Share:

—প্রতীকী ছবি

ক্যাথিড্রালের সিঁড়িতে দাঁড়িয়ে হঠাৎ গুলি ছুড়তে শুরু করেছিল বছর পঞ্চাশের এক ব্যক্তি। রবিবার আমেরিকার নিউ ইয়র্ক শহরের সেন্ট জন দ্য ডিভাইন ক্যাথিড্রালে তখন সবে শেষ হয়েছে একটি ক্রিসমাস কনসার্ট। চত্বরটি ছিল ভিড়ে ঠাসা। তবে উপস্থিত তিন পুলিশ আধিকারিক সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তাঁদের ছোড়া পাল্টা গুলিতে কাবু হয় সেই বন্দুকবাজ। স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে বিকেলে মৃত্যু হয়েছে তার। ঘটনায় আর কোনও হতাহতের খবর নেই। তবে নিহত হামলাকারীর উদ্দেশ্য নিয়ে এখনও ধন্ধে পুলিশ।

Advertisement

শহরের বিখ্যাত ওই গির্জায় এই ঘটনা ঘটার কয়েক মুহূর্ত আগে সবে শেষ হয়েছে একটি ক্রিসমাস কনসার্ট। গান শেষ করে ক্যাথিড্রালের সিঁড়ির আশেপাশেই তখন ঘুরছিলেন বেশির ভাগ গায়কেরা। গান শুনতে ক্যাথিড্রালের সামনে জড়ো হয়েছিলেন কমপক্ষে শ’দুয়েক মানুষ, ছিলেন তাঁরাও। এর মাঝেই হাতে দু’টি বন্দক নিয়ে আকাশের দিকে তাক করে গুলি চালাতে শুরু করে ওই বন্দুকবাজ। সঙ্গে চিৎকার করে বলতে থাকে, ‘‘আমাকে মেরে ফেলা হোক!’’ ঘটনাস্থলে উপস্থিত তিন জন পুলিশ আধিকারিক সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালান ওই বন্দুকবাজকে লক্ষ্য করে। হাসপাতালে মৃত্যু হয় তার। ঘটনাস্থল থেকে দু’টি আধা-স্বয়ংক্রিয় বন্দুক এবং একটি ব্যাগ উদ্ধার হয়েছে। ব্যাগটি থেকে গ্যাসোলিনের একটি ক্যান, দড়ি, তার, একাধিক ছুরি এবং একটি বাইবেল মিলেছে।

আরও পড়ুন: এমস নার্সদের অনির্দিষ্টকালের ধর্মঘট, বিপত্তিতে কোভিড রোগীরা

Advertisement

আরও পড়ুন: দক্ষিণ প্যাংগংয়ে চিনা সেনাকে বোকা বানায় পানাগড়ের ‘পাহাড়ি বাহিনী’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement