অনেকেই দাবি করেছেন, শেষ কয়েকমাসে তাঁরা সোনার গয়না পেয়েছেন একাধিক। সেগুলি বহুমূল্যে দোকানে বিক্রি করেছেন তাঁরা। প্রতীকী চিত্র
অবাক কাণ্ড! নদীতে নাকি ভেসে আসছে বহুমূল্য সোনা-রুপোর গয়না। ভেনেজুয়েলার গ্রাম মৎস্যজীবী প্রধান গ্রাম গুয়াসা এখন নেটাপাড়ার আলোচনার কেন্দ্রে। গ্রামের মানুষেরাও ঠায় দাঁড়িয়ে আছেন নদীর জলে, যদি ভাগ্যে জোটে সোনার গয়না।
গত সেপ্টেম্বর মাসে ২৫ বছরের ইয়োলম্যান লারেস একদিন এই গ্রামের নদী থেকে হঠাৎই কুড়িয়ে পান একটি সোনার হার। সেখানে একটি মেডেলের মতো বস্তুও ছিল। যেটিতে মাতা মেরির ছবি খোদাই করা ছিল। সবচেয়ে বড় কথা এই হারটি সম্পুর্ণ সোনার তৈরি।
‘‘আনন্দে কেঁদে ফেলেছিলাম আমি’’, স্থানীয় সংবাদ মাধ্যমে বলেছিলেন তিনি। তারপর সেই সংবাদ প্রকাশিত হতেই হুলস্থূল পড়ে যায় গ্রামে। গ্রামের মানুষেরা নদীর ধারে এসে সোনার গয়না সন্ধান শুরু করেন।
অনেকেই দাবি করেছেন, শেষ কয়েকমাসে তাঁরা সোনার গয়না পেয়েছেন একাধিক। সেগুলি বহুমূল্যে দোকানে বিক্রি করেছেন তাঁরা। সংখ্যার হিসাবে এখনও প্রায় ২ হাজার গ্রামবাসী এই ‘স্বর্ণ সন্ধান’-এ অংশ নিয়েছেন। একজন বলেছেন, একটি গয়না তিনি বিক্রি করেছেন প্রায় দেড় হাজার আমেরিকান ডলারে। ভারতীয় টাকায় যার দাম দাঁড়ায় লাখেরও উপরে।
যদিও এখনও পর্যন্ত কেউ বুঝতে পারেননি কোত্থেকে এই সোনা আসছে। তবে করোনা সংক্রমণের মধ্যে যখন অনেক দেশের মতো ভেনেজুয়েলাও আর্থিক সঙ্কটে ভুগছে, তখন এ ভাবে সোনা-রুপো হাতে পেয়ে যেন আনন্দে আত্মহারা গ্রামবাসীরা।
আরও পড়ুন: মত্ত স্বামী জুয়ায় বাজি রাখল স্ত্রীকে, বন্ধুরা ধর্ষণ করল সামনেই
আরও পড়ুন: হরমোনাল ইঞ্জেকশন থেকে অশ্লীল ভিডিয়ো, বিতর্ক ছাপিয়ে ‘কোই মিল গ্যয়া’-র শিশুশিল্পী আজ সুপারস্টার