রক্সেন ফার্নিভ্যাল ছবি: টুইটার থেকে।
করোনা সংক্রমণ ছড়ানোর দু’বছর আগে থেকেই না কি তিনি জানতেন এক ভয়ঙ্কর অতিমারি গ্রাস করতে চলেছে বিশ্বকে। এ বার সামনের দু’বছর কী হতে চলেছে, সেটাও বলে দিলেন ব্রিটেনের ৩৫ বছরের তরুণী রক্সেন ফার্নিভ্যাল। তাঁর দাবি, আগামী দু’বছর করোনার আরও ঢেউ আসবে। সেই সঙ্গে হিংসা, হানাহানি এমনকি বিশ্বযুদ্ধেরও কথা বলেছেন তিনি।
সম্প্রতি রক্সেন দাবি করেছেন, তিনি মানসচক্ষে সবাইকে মাস্ক পরে থাকতে দেখেছেন। রক্সেন বলেন, ‘‘২০২৩ সাল পর্যন্ত আমি কোথাও ছুটি কাটাতে যাব না। ডিসেম্বরেই করোনার আর একটি ঢেউ আসবে। আমি ভবিষ্যতে আবার লকডাউন দেখতে না পেলেও কড়া বিধিনিষেধ দেখতে পাচ্ছি।’’ রক্সেনের দাবি, ‘‘আমি দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের রাজনৈতিক মহলে ষড়যন্ত্রের ঘটনা ঘটবে। তার ফলে দেশে দেশে হিংসা, হানাহানির ঘটনা ঘটবে। এমনকি বিশ্বযুদ্ধের সম্ভাবনাও রয়েছে।’’
রক্সেন দাবি করেছেন, তিনি দেখতে পাচ্ছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কলের আরও একটি সন্তান হবে। প্রিন্স উইলিয়াম রাজা হবেন ও বরিস জনসন আগামী নির্বাচনে জিতবেন বলেও দাবি করেছেন তরুণী।