ফিফা দুর্নীতির ছায়া জি৭ সম্মেলনেও

ফিফার কোটি কোটি ডলার দুর্নীতির ছায়া এ বার পড়ল জি৭-এর সম্মেলনেও। রবিবার থেকে শুরু হওয়া এই বৈঠকের আলোচ্য সূচিতে দুর্নীতিকেও ইস্যু হিসাবে রাখতে অনুরোধ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। চলতি বছরের জি৭ সম্মেলন বসতে চলেছে জার্মানিতে। দু’দিনের এই সম্মেলনে বিশ্বের ফুটবল নিয়ামক সংস্থার বৃহত্তম দুর্নীতির কথা তোলার কথা আগেই জানিয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুন ২০১৫ ১৫:৪৫
Share:

জি৭-এর বৈঠকের প্রতিবাদে আন্দোলনকারীরা। ছবি: এএফপি।

ফিফার কোটি কোটি ডলার দুর্নীতির ছায়া এ বার পড়ল জি৭-এর সম্মেলনেও। রবিবার থেকে শুরু হওয়া এই বৈঠকের আলোচ্য সূচিতে দুর্নীতিকেও ইস্যু হিসাবে রাখতে অনুরোধ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

Advertisement

চলতি বছরের জি৭ সম্মেলন বসতে চলেছে জার্মানিতে। দু’দিনের এই সম্মেলনে বিশ্বের ফুটবল নিয়ামক সংস্থার বৃহত্তম দুর্নীতির কথা তোলার কথা আগেই জানিয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক মঞ্চে এই কেলেঙ্কারিকে সামনে এনে বিশ্ব জুড়ে দুর্নীতি বিরোধী স্লোগানকে আরও জোরদার করা হবে বলে জানিয়েছিলেন ক্যামেরন। ঘুষ বিতর্কে বিদ্ধ ফিফাকে ‘পরিষ্কার’ করার ডাক দিয়ে তিনি বলেন, “বিশ্বের সবচেয়ে সুন্দর এবং জনপ্রিয়তম খেলাটিকে নিয়ে ব্যবসা করেছে ফিফা। বিশ্বজোড়া ফুটবলপ্রেমীদের বিশ্বাসে আঘাত দেওয়া হয়েছে। ব্লাটারের পদত্যাগের পর এখন সময় এসেছে ফিফার হারানো সম্মান ফিরিয়ে দেওয়ার।”

দিন কয়েক আগে সুইস পুলিশের হাতে ধরা পড়েছিলেন ফিফার প্রথম সারির বেশ কয়েক জন কর্মকর্তা। পরবর্তী দুই বিশ্বকাপে কাতার এবং রাশিয়াকে আয়োজকের দায়িত্ব দেওয়া নিয়ে কোটি কোটি ডলার ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। প্রবল বিরোধী হাওয়াতেও প্রতিদ্বন্দ্বীকে উড়িয়ে দিয়ে পঞ্চম বারের জন্য ফিফার মসনদে বসেন ব্লাটার। কিন্তু তার দিন তিন দিনের মধ্যেই পদত্যাগ করেন তিনি। ব্লাটারকে প্রথম থেকেই তোপ দেগে আসছিল ব্রিটেনের অন্যতম ফুটবল সংস্থা এফ এ। এত দিন পর্যন্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও দুর্নীতি কোনও দিনই জি৭-এর আলোচ্য বিষয় ছিল না। ক্যামেরনের এই প্রস্তাবের পর প্রচলিত সেই ধারণা ভেঙে জি৭ এ উঠে আসতে চলেছে দুর্নীতি ইস্যুও।

Advertisement

ফিফার মসনদে পরবর্তী সভাপতি হিসাবে কে বসবেন তা ঠিক হওয়ার আগে জি৭-এ দুর্নীতিকে আলোচ্য সূচিতে আনার ক্যামেরনের দাবি যথেষ্ট তাত্পর্যের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement