আমেরিকা ও মেক্সিকোর মাঝে দেওয়াল তুলতে চেয়ে বিভিন্ন সংস্থার কাছে নকশা চেয়ে পাঠিয়েছিল ট্রাম্প প্রশাসন। তার প্রেক্ষিতে মঙ্গলবার ফরাসি এক নির্মাণকারী সংস্থা জানাল, তারা ওই প্রকল্পে যোগ দেবে না। অনুপ্রবেশ ঠেকাতে দেওয়াল গড়ার এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক রয়েছেই। এর মাঝে ওই সংস্থার সিইও জেভিয়ার হুইলার্ড বলেন, ‘‘আমেরিকার বাইরে বিশ্বের নানা প্রান্তে ব্যবসা করি। তাই বিতর্কিত কাজে যোগ দেব না।’’