মাসুদকে ঠেকাতে ফের তৎপর ফ্রান্স

এমনটা যে হতে চলেছে, পুলওয়ামা হামলার পরেই তার খবর মিলেছিল। এ নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে ফোনে কথা হয়েছে মাকরঁ-র প্রধান কূটনৈতিক পরামর্শদাতার। তার পরেই মাসুদকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ হিসেবে চিহ্নিত করতে ঝাঁপাতে তলেছে ফ্রান্স।

Advertisement

সংবাদ সংস্থা

রাষ্ট্রপুঞ্জ শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৫৩
Share:

সন্ত্রাস দমন নিয়ে ভারতের পাশে থেকে ফের পাকিস্তানের উপরেই চাপ বাড়াল ফ্রান্স। কাল বালাকোট অভিযান প্রসঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ-র বিদেশ মন্ত্রক বলেছিল, ‘‘সন্ত্রাসের মুখে নিজেদের নিরাপত্তা জোরদার করার অধিকার ভারতের রয়েছে।’’ আজ জানা গেল, চিন টানা বাগড়া দিয়ে গেলেও জইশ-প্রধান মাসুদকে নিষিদ্ধ করতে ফের রাষ্ট্রপুঞ্জে যাচ্ছে ফ্রান্স।

Advertisement

এমনটা যে হতে চলেছে, পুলওয়ামা হামলার পরেই তার খবর মিলেছিল। এ নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে ফোনে কথা হয়েছে মাকরঁ-র প্রধান কূটনৈতিক পরামর্শদাতার। তার পরেই মাসুদকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ হিসেবে চিহ্নিত করতে ঝাঁপাতে তলেছে ফ্রান্স।

ঠিক যেমনটা তারা করেছিল আগের দু’বার—২০১৬ এবং ২০১৭-য়। মাসুদকে নিষিদ্ধ করতে চেয়ে ভারত অবশ্য তারও আগে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০০৯-এ একক চেষ্টায় ভারত প্রথম এই প্রস্তাব আনে। পরে রাষ্ট্রপুঞ্জের সংশ্লিষ্ট কমিটির সামনে তা তুলে ধরে আমেরিকা। ব্রিটেন, রাশিয়ার মতো সেই প্রস্তাবে সায় দেয় ফ্রান্সও। কিন্তু বেজিং বাধা দেওয়াতেই তা ভেস্তে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement