Lip Tan

ঠোঁটের ট্যান দূর করার ক্ষমতা নেই সানস্ক্রিনের, বদলে কী কী ব্যবহার করতে পারেন?

লিপস্টিকের আড়ালে চাপা পড়ে যায় ঠোঁটের কালচে দাগছোপ। দাগছোপ লুকিয়ে না রেখে বরং চিরতরে তা মুছে ফেলতে পারলে ভাল। কী ভাবে পাবেন ঠোঁটের কালচে দাগের হাত থেকে মুক্তি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৯:৪৪
Share:

ঠোঁটের যত্ন নিন। ছবি: সংগৃহীত।

ত্বকে যাতে ট্যান না পড়ে, তার জন্য সানস্ক্রিন মাখতে ভোলেন না। কিন্তু কমলালেবুর মতো কমলা আভা মাখানো ঠোঁটেও যে ট্যান পড়তে পারে, সেটা অনেকেরই জানা নেই। ঠোঁটের রং পরিবর্তনের নেপথ্যে রোদের ভূমিকা রয়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই ঠোঁট কেন কালো হয়ে যাচ্ছে, তার কারণ খুঁজে পাওয়া যায় না। লিপস্টিকের আড়ালে চাপা পড়ে যায় ঠোঁটের কালচে দাগছোপ। দাগছোপ লুকিয়ে না রেখে বরং চিরতরে তা মুছে ফেলতে পারলে ভাল। কী ভাবে পাবেন ঠোঁটের কালচে দাগের হাত থেকে মুক্তি?

Advertisement

১)ব্লুবেরি

অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ভিটামিন সি-তে ভরপুর ব্লুবেরি স্ট্রেস কমাতে সাহায্য করে। উদ্বেগমুক্ত হয়ে দিন শুরু করার জন্য সকালে জলখাবারের সঙ্গে রাখতেই পারেন ব্লুবেরি। তবে এই ফলের দাম যে হেতু বেশি, তাই সকলের পক্ষে তা কেনা সম্ভব না-ও হতে পারে। এর বদলে জাম খেলেও একই ফল পাবেন।

Advertisement

২) অ্যালো ভেরা জেল

রাতে শুতে যাওয়ার সময় অ্যালো ভেরা জেল মেখে দেখতে পারেন। রোদে পোড়া ঠোঁটের সমস্যায় এই নিদান বেশ কার্যকরী। বাজার থেকে কেনা জেল বা গাছের পাতা কেটে বিশেষ পদ্ধতিতে তৈরি করা জেল, দুই-ই ব্যবহার করা যায়। ঠোঁট ছাড়াও যে কোনও ধরনের ক্ষত সারিয়ে তুলতেও অ্যালো ভেরা জেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৩) এসপিএফ যুক্ত লিপ বাম

সূর্যের প্রখর তেজ এবং অতিবেগনি রশ্মির হাত থেকে বাঁচতে ত্বকের মতোই ঠোঁটেও সানস্ক্রিনযুক্ত বাম মাখতে হবে। আমেরিকান ‘অ্যাকাডেমি অফ ডার্মাটোলজি’তে প্রকাশিত একটি তথ্যে বলা হয়েছে এই সমস্যা থেকে সুরক্ষা দিতে এসপিএফ যুক্ত লিপবাম অভাবনীয় ভাবে কাজ করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement