পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পর এ বার তাঁর স্ত্রী বুশরা বিবিও আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন। ছবি: সংগৃহীত।
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পর এ বার তাঁর স্ত্রী বুশরা বিবিও আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন। সোমবার লাহোর হাইকোর্ট ২৩ মে পর্যন্ত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে।
শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চ আল-কাদির ট্রাস্টের সম্পত্তি হাতিয়ে নেওয়ার মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের ২ সপ্তাহের জামিন মঞ্জুর করেছিল। সোমবার বুশরার সঙ্গে লাহোর হাই কোর্টে গিয়েছিলেন ইমরান। শুনানির জন্য তাঁরা সেখানে পৌঁছলে নিরাপত্তারক্ষীরা কাপড় দিয়ে ঘিরে তাঁদের আদালত কক্ষের ভিতরে নিয়ে যান।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযুক্ত ইমরান জামিনের আবেদন জানাতে ইসলামাবাদ হাই কোর্টে গিয়েছিলেন। সে সময় আদালত চত্বর থেকেই পাক আধাসেনা রেঞ্জার্স বাহিনী তাঁকে গ্রেফতার করেছিল। বৃহস্পতিবার ইমরানের গ্রেফতারিকে ‘অবৈধ’ বলে পাক সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি উমর আটা বন্দিয়াল জানিয়ে দেন, বিচারবিভাগের দ্বারস্থ হতে যাওয়ার সময় কোনও অভিযুক্তকেই আদালত চত্বর থেকে গ্রেফতার করা যায় না। এর পরেই তাঁকে মুক্তি দেওয়া হয়। শুক্রবার ইসলামাবাদ হাই কোর্টে হাজির হয়ে ইমরান জামিনের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে।