West Indies

স্ট্রেচারে মাঠ ছেড়েছিলেন, ফিরে এসে শতরান, তবু অধিনায়কের লড়াই জেতাতে পারল না দলকে

লাহোরের গরমে সারা শরীরে যন্ত্রণা। মাঠেই পড়ে গিয়েছিলেন। স্ট্রেচারে করে মাঠ থেকে বার করেও নিয়ে যাওয়া হয়েছিল। তার পরেও লড়াই ছাড়েননি হেইলি। ফিরে এসে শতরান করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৭:১০
Share:
Hayley Matthews

হেইলি ম্যাথুজ়। —ফাইল চিত্র।

স্কটল্যান্ডের বিরুদ্ধে ১১ রানে হেরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ়ের মহিলা ক্রিকেট দল। কিন্তু অধিনায়ক হেইলি ম্যাথুজ়ের লড়াকু ইনিংস স্মরণীয় হয়ে থাকবে। লাহোরের গরমে সারা শরীরে যন্ত্রণা। মাঠেই পড়ে গিয়েছিলেন। স্ট্রেচারে করে মাঠ থেকে বার করেও নিয়ে যাওয়া হয়েছিল। তার পরেও লড়াই ছাড়েননি হেইলি। ফিরে এসে শতরান করেন। যদিও দলকে জেতাতে পারেননি। অধিনায়কের লড়াইয়ের দাম দিতে পারেনি বাকি দল।

Advertisement

বছরের শেষে ভারতে মহিলাদের এক দিনের বিশ্বকাপ। তার যোগ্যতা অর্জন পর্বে খেলতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ় এবং স্কটল্যান্ড। ১১ রানে সেই ম্যাচ হেরে চাপে পড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ়। কিন্তু সেই ম্যাচে হেইলির লড়াই মনে রেখে দেবেন ক্রিকেটপ্রেমীরা।

প্রথমে ব্যাট করে ২৪৪ রান তোলে স্কটল্যান্ড। সেই রান তাড়া করতে নেমে হেইলি ছাড়া বাকি ব্যাটারেরা এলেন এবং গেলেন। অধিনায়ক ৯৫ রানে ব্যাট করার সময় অসুস্থ হয়ে পড়েন। সেই সময় মাঠ ছেড়ে উঠে গিয়েছিলেন তিনি। অষ্টম উইকেট পড়ার পর মাঠে নামেন। কিন্তু মাত্র চার করার পরে মাঠে দাঁড়িয়ে থাকতেই সমস্যা হচ্ছিল হেইলির। ৯৯ রানের অপরাজিত থাকা ব্যাটারকে স্ট্রেচারে করে মাঠ থেকে বার করে নিয়ে যাওয়া হয়। নবম উইকেট পড়লে আবার ব্যাট করতে নামেন হেইলি। ১১৩ বলে ১১৪ রান করে অপরাজিত থাকেন তিনি। ১৪টি বাউন্ডারি মারেন হেইলি।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ়ের ইনিংস শেষ হয় ২৩৩ রানে। হেইলি বল হাতে চার উইকেট নেন। তাঁর দাপটে স্কটল্যান্ডের ইনিংস শেষ হয় ২৪৪ রানে। জবাবে ব্যাট করতে নেমে শতরানও করেন হেইলি। মহিলাদের এক দিনের ক্রিকেটে একই ম্যাচে চার উইকেট এবং শতরান করার নজির এর আগে মাত্র তিন জন ক্রিকেটারের আছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement