বের্নার তাপি। ছবি সংগৃহীত।
আডিডাসের প্রাক্তন মালিক বের্নার তাপি ও তাঁর স্ত্রীকে বেঁধে প্যারিসের উপকণ্ঠে তাঁদের বাড়িতে ডাকাতি করল এক দল দুষ্কৃতী।
কাল মধ্যরাতে ফ্রান্সের প্রাক্তন মন্ত্রী তাপির বাসভবনের দরজা ভেঙে ঢুকে পড়েছিল চার জন ডাকাতের একটি দল। সেই সময়ে ওই দম্পতি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। ঘরে ঢুকেই তাপি ও তাঁর স্ত্রীকে মারধর শুরু করে ডাকাতেরা। এক সময়ে তাঁদের বেঁধে ফেলে। এর পর লুটপাট শুরু হয়ে যায়। ডাকাতেরা চলে গেলে বের্নারের স্ত্রী দোমিনিক তাঁর বাঁধন খুলে ফেলতে সফল হন। পাশের বাড়িতে পৌঁছে ঘটনাটি জানান তিনি। পুলিশে খবর দেওয়া হয়। ডাকাতদের মারে আঘাত লেগেছিল দোমিনিকের। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাপি হাসপাতালে যেতে রাজি হননি। ডাকাতেরা কী লুট করে নিয়ে গিয়েছে, তা-ও এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। যদিও এখনও কারও গ্রেফতারির খবর নেই।
খুবই সাধারণ আর্থিক অবস্থা থেকে শুরু করে বিরাট ব্যবসার মালিক হন তাপি। ফ্রান্সের মন্ত্রীও হন। তবে এক সময়ে আর্থিক জালিয়াতির অভিযোগে বিদ্ধ হয়েছিলেন তিনি।