Netherlands

Penis Plant: পুরুষাঙ্গ সদৃশ ফুল ফুটল গাছে, বোটানিক্যাল গার্ডেনে উপচে পড়ছে মানুষের ভিড়

প্রায় সাড়ে ছ’ফুট লম্বা ওই পেনিস গাছের বৈজ্ঞানিক নাম ‘আমোরফোফ্যালাস ডেকাস-সিলভি’।

Advertisement

সংবাদ সংস্থা

নেদারল্যান্ডস শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২১ ১৬:১৩
Share:

গত ২৫ বছরে এই প্রথম বার ‘পেনিস’ গাছে ফুল ফুটতে দেখল নেদারল্যান্ডস

গত ২৫ বছরে এই প্রথম বার ‘পেনিস’ গাছে ফুল ফুটতে দেখল নেদারল্যান্ডস। এমন বিরল ঘটনার সাক্ষী হতে ভিড় উপচে প়ড়ছে ডাচ শহর লেইডেনের বোটানিক্যাল গার্ডেনে।
প্রায় সাড়ে ছ’ফুট লম্বা ওই পেনিস গাছের বৈজ্ঞানিক নাম ‘আমোরফোফ্যালাস ডেকাস-সিলভি’। ‘আমোরফোফ্যালাস’-এর অর্থই নির্দিষ্ট ‘আকারবিহীন পুরুষাঙ্গ’। এই গাছে ফুল ফুটতে সাধারণত ২০ বছরের বেশি সময় লাগে। গত ১৯ অক্টোবর লেইডেন হর্টাস বোটানিকাসের ওই গাছে ২৫ বছর পর ফুল ফুটতে দেখা গেল। বিশেষজ্ঞদের দাবি, ইওরোপে এই নিয়ে তৃতীয় বার পেনিস গাছে ফুল ফুটতে দেখা গেল।

Advertisement

পেনিস গাছ প্রথম জন্মায় ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে। লেইডেনের বোটানিক্যাল গার্ডেনের নিজস্ব ওয়েবসাইটে জানানো‌ হয়েছে, এই গাছকে বড় করে তোলা খুবই শক্ত। পেনিস গাছের বেড়ে ওঠার জন্য চাই ভীষণই উষ্ণ এবং মাঝারি আর্দ্র আবহাওয়ার। মাংস পচলে যেমন গন্ধ বেরোয়, এই গাছে ফুল ফুটলে তেমনই গন্ধ পাওয়া যায় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement