বাডি আকারম্যানের এই পোষ্যকেই তাড়া করেছিল কুমির। ছবি টুইটার থেকে সংগৃহীত।
সকালবেলা বাড়ির সামনে হাঁটতে বেরিয়েছিল কুকুরটি। হাঁটতে হাঁটতে পালককে পিছনে ফেলে কাছের একটি পুকুরের ধারে চলে গিয়েছিল সে। কিন্তু তার জানা ছিল না। সেই পুকুরের কাছেই ওৎ পেতে ছিল প্রায় আড়াই মিটার লম্বা একটি কুমির। তাই যেই সে গিয়েছে পুকুরের কাছে, সঙ্গে সঙ্গে সেই কুমির তাকে তাড়া করে। পিছনে থাকা পোষ্যর পালক সেই দৃশ্য দেখে এক মুহূর্ত দেরি করেননি।
পোষ্যকে বাঁচানোর জন্য দৌঁড়ে ছুটে যান তিনি। গিয়ে পিছন থেকে ধরেন ওই কুমিরটিকে। যার জেরে কুমিরের কামড় থেকে প্রাণে বাঁচে তাঁর পোষ্য। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে ফ্লোরিডাতে।
সেখানকার স্থানীয় সংবাদপত্রের রিপোর্ট অনুসারে, কুমিরের হাত থেকে কুকুরকে বাঁচানো ওই ব্যক্তির নাম বাডি আকারম্যান। এই ঘটনার পর ফ্লোরিডার বন্যপ্রাণী বিভাগকে খবর দেওয়া হয়। তারা এসে ওই জলাশয় থেকে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুন: স্কুলে হারিয়ে যাওয়া ওয়ালেট ৭৫ বছর পর ফিরে পেলেন মহিলা!
আরও পড়ুন: খালি চোখে কী রঙের বৃত্ত দেখছেন আপনি?