War in Israel

নেতানিয়াহুকে হত্যার চেষ্টা দ্বিতীয় বার! পর পর বোমা পড়ল ইজ়রায়েলের প্রধানমন্ত্রীর বাড়ির বাগানে

ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে বোমা ফেলা হয়েছে। বোমাগুলি পড়েছে বাগানে। তবে বাড়িতে কেউ ছিলেন না, ফলে কারও ক্ষতি হয়নি। প্রধানমন্ত্রী নিরাপদে রয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১০:২২
Share:

ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। —ফাইল চিত্র।

ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যার চেষ্টা। তাঁর বাড়িতে বোমা ফেলা হয়েছে বলে অভিযোগ। পর পর দু’টি বোমা গিয়ে পড়েছে নেতানিয়াহুর বাড়ির বাগানে। তবে তিনি সেই সময়ে বাড়িতে ছিলেন না। তাঁর পরিবারের সদস্যেরাও কেউ ছিলেন না। ফলে অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্রধানমন্ত্রী। এই নিয়ে দ্বিতীয় বার হামলা হল নেতানিয়াহুর বাড়িতে।

Advertisement

ইজ়রায়েলের পুলিশ বিবৃতিতে জানিয়েছে, শনিবার দু’টি বোমা ছোড়া হয় কেসারিয়া শহরে প্রধানমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে। বোমা দু’টি বাড়ির বাগানে পড়ে। কিন্তু বাড়িতে সেই সময়ে নেতানিয়াহু বা তাঁর পরিবারের কেউ ছিলেন না। তাই কারও কোনও ক্ষতি হয়নি। এই ঘটনার পর ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, সমস্ত দফতরকে সতর্ক করা হয়েছে। তাঁর কথায়, ‘‘ইরান এবং তার সহযোগী দেশগুলি এক দিক থেকে যখন ইজ়রায়েলের প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করছে, তখন ঘরের ভিতরেও তিনি একই হুমকির মুখোমুখি হবেন, এটা হতে পারে না।’’ নিরাপত্তারক্ষী এবং বিচারবিভাগীয় সংস্থাগুলিকে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি।

এর আগে অক্টোবরে এক বার নেতানিয়াহুকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সে বারও লক্ষ্য ছিল তাঁর বাসভবন। আত্মঘাতী ড্রোন তাঁর বাড়ির দিকে উড়ে গিয়েছিল। বিস্ফোরণও হয়েছিল। কিন্তু ক্ষয়ক্ষতি তেমন হয়নি। নেতানিয়াহু সে দিনও বাড়িতে ছিলেন না। ফলে বেঁচে গিয়েছেন। তার পর শনিবার আবার অনুরূপ আক্রমণ হল। তবে এখনও পর্যন্ত এই বোমা হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। কারা এই হামলা চালাল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

উত্তরে লেবাননে সেখানকার সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার সঙ্গে যুদ্ধ চলছে ইজ়রায়েলের। নেতানিয়াহুর নির্দেশেই একের পর এক হামলা চালানো হচ্ছে লেবাননে। তার মাঝেই দু’বার নেতানিয়াহুকে ‘টার্গেট’ করা হল। যা উদ্বেগ বাড়িয়েছে সেনাবাহিনীরও। ২০২৩ সাল থেকে প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ চালাচ্ছে ইজ়রায়েল। ক্রমে সেই যুদ্ধের পরিধি বৃদ্ধি পেয়েছে। যুদ্ধে জড়িয়ে পড়েছে ইরান-সহ পশ্চিম এশিয়ার একাধিক দেশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement