International News

নিলামে উঠতে চলেছে হিটলারের আঁকা ছবি

ভয়ঙ্কর নিষ্ঠুর ও অত্যাচারী হলেও তাঁর মধ্যে ছিল শিল্পী সত্তা। এ বার সেই শিল্পী হিটলারের আঁকা পাঁচটি ছবি উঠছে নিলামে। তাঁর মধ্যে চারটি ছবিতে ‘এ হিটলার’ হিসাবে স্বাক্ষরও রয়েছে ফুয়েরারের। শীঘ্রই ব্রিটেনের মুলক্স নিলাম ঘর থেকে নিলামে উঠবে এই পাঁচটি ছবি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৭ ১৫:৪৫
Share:

চারটি ছবিতে ‘এ হিটলার’ হিসাবে স্বাক্ষরও রয়েছে তাঁর।—ফাইল চিত্র।

বিশ্বের কুখ্যাততম রাষ্ট্রনায়কদের তালিকায় একেবারে উপরের দিকেই থাকবে অ্যাডলফ হিটলারের নাম। ভয়ঙ্কর নিষ্ঠুর ও অত্যাচারী হলেও তাঁর মধ্যে ছিল শিল্পী সত্তা। এ বার সেই শিল্পী হিটলারের আঁকা পাঁচটি ছবি উঠছে নিলামে। তাঁর মধ্যে চারটি ছবিতে ‘এ হিটলার’ হিসাবে স্বাক্ষরও রয়েছে ফুয়েরারের। শীঘ্রই ব্রিটেনের মুলক্স নিলাম ঘর থেকে নিলামে উঠবে এই পাঁচটি ছবি।

Advertisement

নিলেমা ওঠা দু’টি ছবি উনিশ শতকের প্রথম দিককার। মুলক্সের তরফে জানানো হয়েছে, প্রতিটি ছবির প্রাথমিক দাম ৫ হাজার থেকে ৭ হাজার পাউন্ড। স্বাক্ষর করা ছবি গুলোর মধ্যে রয়েছে একটি গ্রামের রাস্তার ছবি, আলপাইন ফুলের বোকে, অস্ট্রিয়ার ডার্নস্টেইন শহরের তোরণ এবং একটি ছবিতে রয়েছে ঘড়ি, ফল ও ফুল। স্বাক্ষর ছাড়া ছবিটি তেল রঙে আঁকা। সেটি হিটলারের এক ঘনিষ্ঠ আত্মীয় গেলি রুবেলের কবরের ছবি। ১৯৩১ সালে নিজের পিস্তল থেকে গুলি করে আত্মহত্যা করেছিলেন রুবেল।

আরও পড়ুন: নিলামে উঠছে হিটলারের ‘অভিশপ্ততম টেলিফোন’

Advertisement

সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে মুলক্স নিলাম হাউজের কনসালট্যান্ট বেন জোনস জানিয়েছেন, এর আগেও হিটলারের আঁকা ছবি নিলামে উঠেছে। কিন্তু সেই সময় দাম উঠেছিল ৬০০-১২০০ পাউন্ড। এই প্রথম এত দামে বিক্রি হতে চলেছে হিটলারের আঁকা ছবি।

এখনও পর্যন্ত হিটলারের আঁকা প্রায় ২-৩ হাজার ছবি পাওয়া গিয়েছে। কোনওটা জল রঙে, কোনওটা আবার তেল রঙে আঁকা।

আগামী ৬ জুলাই মুলক্সে নিলামের অনুষ্ঠানটি হবে বলে জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement